Monday, June 7, 2021

মাদানী সমাজকল্যাণ পরিষদ কোম্পানীগঞ্জের কাউন্সিল সম্পন্ন

 মাদানী সমাজকল্যাণ পরিষদ কোম্পানীগঞ্জের

কাউন্সিল সম্পন্ন

আলী হোসেন কোম্পানীগঞ্জ প্রতিনিধি -

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় -কুরআন সুন্নাহর উদ্ভাসিত আলোয় ও সুখী সমৃদ্ধ সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এক ঝাঁক তরুণ ও উদিয়মান আলেম এবং সুশীল সমাজের মেধাবীদেরকে নিয়ে ০৭/৯/২০১৯ ঈসায়ী সনে গঠিত হয় মাদানী সমাজকল্যাণ পরিষদ কোম্পানীগঞ্জ নামে একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন। গতকাল ৫জুন সংগঠনটি দ্বিতীয়বারের মত (২০২১-২০২৩ সালের ২ বছর মেয়াদে) তার পূর্ণ কমিটি নবায়ন করে। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুফতী রুহুল আমীনকে সভাপতি, মাওলানা ফয়সল আহমদকে সেক্রেটারী এবং মুফতি রুহুল আমিন সিরাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। শনিবার রাত এগারটার সময় এমএসপি নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করে।

এমএসপি ইসি কর্তৃক মাদানী সমাজকল্যাণ পরিষদের ২০২১-২০২৩ ইং  দুই বছরের কার্যকরী পরিষদ চূড়ান্ত বলে অনুমোদিত ও ঘোষিত হয়। এমএসপির নবগঠিত প্যানেল নিম্নে প্রকাশিত হলো

সহ-সভাপতি- মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা হোসাইন আহমদ মামুন, মাওলানা ওলিউর রহমান,  ও মাওলানা মিসবাহ আহমদ রোকন, সহ-সেক্রেটারী- মাওলানা জসিম উদ্দীন ও মাওলানা তাজ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক- মুফতি আব্দুস সত্তার, প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা আহসানুল হক নাঈম, সহ-প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা শামসুল ইসলাম, সাহিত্য সম্পাদক- মাওলানা ফেদাউর রহমান, সহ-সাহিত্য সম্পাদক- মুতিউর রহমান, অর্থ সম্পাদক- সাদিক আহমদ তাওসিফ, সহ-অর্থ সম্পাদক- হাফিজ বিলাল আহমদ ইমরান, প্রচার সম্পাদক- "দৈনিক একাত্তরের কথা" ও লন্ডনের জনপ্রিয় টিভি চ্যানেল 'আই অন' টিভি 'র' কোম্পানীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আলী হোসেন, সহ-প্রচার সম্পাদক- মাওলানা আলা উদ্দীন, ছাত্রকল্যাণ সম্পাদক- মাওলানা আব্বাস উদ্দীন, শরিয়াহ সম্পাদক- মুফতি বিলাল আহমদ নোমান, সমাজসেবা সম্পাদক- রোমান আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক- মাওলানা হারুনূর রশীদ, প্রবাসী বিষয়ক সম্পাদক- মাওলানা ফয়েজ আহমদ,

 অফিস সম্পাদক- হাফিজ রিয়াজ উদ্দীন  বাদশাহ, প্রকাশনা সম্পাদক- হাফিজ আব্দুর রকিব,  সদস্যবৃন্দ- হাফিজ ফখরুল ইসলাম, আবুতাহের আব্দুল্লাহ, হাফিজ আতিকুল রহমান, হোসাই আহমদ, নাঈম আহমদ  ও আজিজুল ইসলাম।


এমএসপির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা জফির উদ্দিন, নির্বাহী কমিশনার মাওলানা নাজিম উদ্দীন নাদিম ও হাফিজ বিলাল আহমদ ইমরান উক্ত প্যানেল অনুমোদন করত চূড়ান্ত বলে ঘোষণা দেন।

Saturday, October 5, 2019

সুপাতলা ইসলামি (কিশোর) সোসাইটি বিয়ানীবাজার এর সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন।

বর্তা প্রেরক.. আস-আদুয যামান


হিলফুল ফুযুলের ন্যায় কল্যাণমূলক সংগঠনের জন্য কেউ
যদি আজও ডাক দেয়,তবে আমি সন্তুুষ্টিচিত্তে তাতে
যোগ দিব।
(হযরত মুহাম্মাদ সাঃ)
# সুপাতলা ইসলামি (কিশোর) সোসাইটি বিয়ানীবাজার
এর সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন।
অদ্য,রোজ শুক্রবার বাদ এশা সংগঠনের অস্হায়ী
কার্যালয়ে। সুপাতলা ইসলামি (কিশোর) সোসাইটি
বিয়ানীবাজার এর সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্টিত হয়।
সোসাইটি সভাপতি হাফিজ ফারুক আহমেদের
সভাপতিত্বে।সাধারন সম্পাদক আসাদুজ্জামানের
পরিচালনায়।পবিত্র কোরঅানুল কারীম থেকে
তিলাওয়াত করেন হাফিজ সিদ্দীকুররহমান।
এছাড়াও সদস্য উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য দেন।
সোসাইটি সহ সভাপতি হাফিজ সাহিদ আহমেদ।
সাংগঠনিক সম্পাদক আবিদুল হক্ব।যুগ্ম সাধারন সম্পাদক
রাসেল আহমেদ।সহ সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম।
এছাড়াও উপস্হিত ছিলেন সোসাইটি সহ প্রচার সম্পাদক
সাইদুল ইসলাম। সদস্য জুয়েল আহমেদ।সদস্য রিপন আহমেদ
প্রমুখ।
সদস্য ফরম উদ্বোধন করেন সোসাইটি সভাপতি হাঃ ফারুক
আহমেদ।
পরিশেষে সংগঠনের অগ্রযাত্রা ও সদ্য প্রয়াত পীরে
কামিল। বালাউটি সাবের মাগফিরাত কামনায় দোয়া
কামনা করে।অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Thursday, September 19, 2019

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন-

অধ্য বৃহস্পতিবার বেলা ২ঘটিকায় স্থানীয় মোস্তফা পার্টি সেন্টারে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
ও দ্বী-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মারুফুল হাসানের সভাপতিত্বে সভার যৌথ পরিচালনা করেন উপজেলা ছাত্র  জমিয়তের সেক্রেটারি দিলাওয়ার হোসাইন ও জয়েন্ট সেক্রেটারি ওয়াহিদুর রাহমান।
সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মি অাব্দুল কাদির,স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের বিদায়ী সাংগঠনিক সম্পাদক হা.অাব্দুল্লাহ।
এতে প্রধান অাথিতি হিসেবে বক্তব্যে রাখেন জেলা জমিয়ত সভাপতি অাল্লামা শায়খ জিয়া উদ্দীন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ ফরহাদ অাহমদ,বিশেষ অথিতি হিসেবে বক্তব্যে রাখেন
বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা অাব্দুল অাওয়াল,সভাপতি মাওলানা শায়খ অাব্দুশ শহিদ,জেলা জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আলি আহমদ,বিয়ানীবাজার পৌর জমিয়ত সভাপতি শায়খ আতিকুর রাহমান,বিয়ানীবাজার উপজেলা জমিয়ত সেক্রেটারি   মাওলানা আব্দুল খালিক কাসেমি,বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ,জেলা ছাত্র জমিয়তের সহসভাপতি ছাত্রনেতা আব্দুল হামীদ খান,উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন,এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র  জমিয়ত সভাপতি হা রশিদ আহমদ,বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহসেক্রেটারি মাওলানা রায়হান আহমদ। সহ উপজেলার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন  এবং উপজেলার আওতাধীন সকল সাংগঠনিক ইউনিটের সভাপতি,সেক্রেটারি,সাংগঠনিক সম্পাদক কাউন্সিলরবৃন্দ।


সভাশেষে ২০১৯-২১সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করেন উপজেলা জমিয়ত সেক্রেটারি মাওলানা  মাওলানা মারুফুল হাসানকে পুনরায় সভাপতি ও ওয়াহিদুর রাহমানকে সেক্রেটারি মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।