নিজস্ব প্রতিবেদন ঃ রেদওয়ান আহমদ
শনিবান (২৩ মার্চ ১৯ঈ.) সিলেটের বিয়ানীবাজার-এ মাদরাসা প্রাঙ্গণে বুখারী শরিফের শেষ হাদিসের দরস প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে খতমে বুখারী’র আখেরী দরস প্রদান ও দোয়া পরিচালনা করেন, শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ. এর খলিফা, সদরে জমিয়ত আল্লামা শায়খে আব্দুল মুমিন ইমামবাড়ী, উপস্থিত ছিলেন মাও.মুফতি আবুল হাসান জকিগন্জী খতিব বিয়ানীবাজার মোকাম মসজিদ, জামিয়ার প্রাণ পুরুষ প্রিন্সিপাল মাও.আব্দুল মতিন মুহতামীম অত্র মাদ্রাসা, মাও.আস'আদ আহমদ শিক্ষা সচিব ও শায়খুল হাদিস, মাও.মুফতি কামাল উদ্দীন সানী শায়খুল হাদিস অত্র মাদ্রাসা ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জননেতা আবুল কাশেম পল্লব,
উপস্থিত ছিলেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং শেওলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিধন্দ্বী প্রার্থী, সিলেট জেলা ছাত্র জমিয়ত সহ সভাপতি ছাত্রনেতা মাও.আব্দুল হামিদ খান, আল-ক্বাসিম পরিষদ দুবাগ ইউনিয়ন সহ সভাপতি মাও.হাবীবুর রহমান রশিদী সহ উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল বিভাগের আসাতিযায়ে কেরাম ও এলাকার সর্বস্তরের ইসলাম প্রেমিক জনগন।


No comments:
Post a Comment