Thursday, April 25, 2019

          জান্নাত চাও?
              সুলতান আহমদ
----------------------------------------


টাকার পাহাড় গড়ে তুমি
হয়েছো বড় লোক
ঐ টাকাটা দিলো কে?
একটু হও ভাবুক!

ভেবে যদি পাও তুমি
টাকার মালিক কে।
যেথাসেথা করবেনা খরচ
টাকা গুলো কে।

ফুর্তি-আমুদ করে টাকা
নষ্ট করো যদি
পরকালে পাবে তুমি
লাঞ্ছনার শাস্তি।

শাস্তি থেকে বাঁচাতে যদি
চাও নিজেকে
পরকালের জন্য তুমি
দান করো দু'হাতে।

দাও যদি গরিবদের
মসজিদ-মাদরাসায়
পরকালে আশ্রয় পাবে
জান্নাতের ছায়ায়।

No comments:

Post a Comment