Friday, April 26, 2019

"""তুমি মহান"""
@ইকরামুল হক জাবের


রোজ বিকেলে নদীর তীরে
হাঠতে যখন যাই,
মুগ্ধ হয়ে সৃষ্টি তোমার
দেখতে তখন পাই।

নদীর পারে তরু-লতা
সবুজ শ্যামল ঘাস
পাখপাখালি গাছ-গাছালী
করছে যে উল্লাস।

গাছে গাছে খেলছে উড়ে
নানান ধরণ পাখি,
সৃষ্টি তোমার হরেক রকম
দেখছি মেলে আঁখি

ছলাত্ ছলাত্ নদীর পানি,
গাইছে তোমার গান,
জ্বিন ইনসান সবাই জানে
তুমি যে মহান।

No comments:

Post a Comment