------------------প্রিয় প্রেয়সী -----------------
সুলতান আহমদ
গোলাপি গাল তোমার
ডাগর ডাগর চোখ
হৃদয় আমার যায় জুড়িয়ে
দেখলে তোমার মুখ।
গালে তোমার হিরার খাঁজ
আছে মিশে যে,
মুখে তোমার মুক্তা দানা
জড়ে অজরে।
দাঁত গুলো যে হিরা দানা
ঠোঁট যে সোনালী
রূপ দেখে তোমার আমি
হই উদাসী।
অঙ্গভঙ্গি যেমন তেমন
চোখে তোমার খাদ
যে কেউ চেয়ে দেখবে তোমায়
ফেলে সব কাম-কাজ।

No comments:
Post a Comment