কুরআন খুকু।
সুলতান আহমদ
______________♥______________
কুরআন শিখতে খোকাখোকি
পড়তে এসে ভোরে।
মধুর কন্ঠে পড়ে কুরআন
কাক ডাকা রোদে।
মনভরে যায় শুনলে পড়া
হৃদয় যায় ঝুড়ে
কুরআন খুকুদের এমন পড়া
কয়জনে আর পড়ে।
মন মাতানো কন্ঠে তাদের
শুনতে পড়া রোজ
হৃদয় আমার ঝুড়াতে যাই
দেখতে তাদের মুখ।
