Saturday, October 5, 2019

সুপাতলা ইসলামি (কিশোর) সোসাইটি বিয়ানীবাজার এর সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন।

বর্তা প্রেরক.. আস-আদুয যামান


হিলফুল ফুযুলের ন্যায় কল্যাণমূলক সংগঠনের জন্য কেউ
যদি আজও ডাক দেয়,তবে আমি সন্তুুষ্টিচিত্তে তাতে
যোগ দিব।
(হযরত মুহাম্মাদ সাঃ)
# সুপাতলা ইসলামি (কিশোর) সোসাইটি বিয়ানীবাজার
এর সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন।
অদ্য,রোজ শুক্রবার বাদ এশা সংগঠনের অস্হায়ী
কার্যালয়ে। সুপাতলা ইসলামি (কিশোর) সোসাইটি
বিয়ানীবাজার এর সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্টিত হয়।
সোসাইটি সভাপতি হাফিজ ফারুক আহমেদের
সভাপতিত্বে।সাধারন সম্পাদক আসাদুজ্জামানের
পরিচালনায়।পবিত্র কোরঅানুল কারীম থেকে
তিলাওয়াত করেন হাফিজ সিদ্দীকুররহমান।
এছাড়াও সদস্য উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য দেন।
সোসাইটি সহ সভাপতি হাফিজ সাহিদ আহমেদ।
সাংগঠনিক সম্পাদক আবিদুল হক্ব।যুগ্ম সাধারন সম্পাদক
রাসেল আহমেদ।সহ সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম।
এছাড়াও উপস্হিত ছিলেন সোসাইটি সহ প্রচার সম্পাদক
সাইদুল ইসলাম। সদস্য জুয়েল আহমেদ।সদস্য রিপন আহমেদ
প্রমুখ।
সদস্য ফরম উদ্বোধন করেন সোসাইটি সভাপতি হাঃ ফারুক
আহমেদ।
পরিশেষে সংগঠনের অগ্রযাত্রা ও সদ্য প্রয়াত পীরে
কামিল। বালাউটি সাবের মাগফিরাত কামনায় দোয়া
কামনা করে।অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।