মাদানী সমাজকল্যাণ পরিষদ কোম্পানীগঞ্জের
কাউন্সিল সম্পন্ন
আলী হোসেন কোম্পানীগঞ্জ প্রতিনিধি -
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় -কুরআন সুন্নাহর উদ্ভাসিত আলোয় ও সুখী সমৃদ্ধ সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এক ঝাঁক তরুণ ও উদিয়মান আলেম এবং সুশীল সমাজের মেধাবীদেরকে নিয়ে ০৭/৯/২০১৯ ঈসায়ী সনে গঠিত হয় মাদানী সমাজকল্যাণ পরিষদ কোম্পানীগঞ্জ নামে একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন। গতকাল ৫জুন সংগঠনটি দ্বিতীয়বারের মত (২০২১-২০২৩ সালের ২ বছর মেয়াদে) তার পূর্ণ কমিটি নবায়ন করে। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুফতী রুহুল আমীনকে সভাপতি, মাওলানা ফয়সল আহমদকে সেক্রেটারী এবং মুফতি রুহুল আমিন সিরাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। শনিবার রাত এগারটার সময় এমএসপি নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করে।
এমএসপি ইসি কর্তৃক মাদানী সমাজকল্যাণ পরিষদের ২০২১-২০২৩ ইং দুই বছরের কার্যকরী পরিষদ চূড়ান্ত বলে অনুমোদিত ও ঘোষিত হয়। এমএসপির নবগঠিত প্যানেল নিম্নে প্রকাশিত হলো
সহ-সভাপতি- মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা হোসাইন আহমদ মামুন, মাওলানা ওলিউর রহমান, ও মাওলানা মিসবাহ আহমদ রোকন, সহ-সেক্রেটারী- মাওলানা জসিম উদ্দীন ও মাওলানা তাজ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক- মুফতি আব্দুস সত্তার, প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা আহসানুল হক নাঈম, সহ-প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা শামসুল ইসলাম, সাহিত্য সম্পাদক- মাওলানা ফেদাউর রহমান, সহ-সাহিত্য সম্পাদক- মুতিউর রহমান, অর্থ সম্পাদক- সাদিক আহমদ তাওসিফ, সহ-অর্থ সম্পাদক- হাফিজ বিলাল আহমদ ইমরান, প্রচার সম্পাদক- "দৈনিক একাত্তরের কথা" ও লন্ডনের জনপ্রিয় টিভি চ্যানেল 'আই অন' টিভি 'র' কোম্পানীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আলী হোসেন, সহ-প্রচার সম্পাদক- মাওলানা আলা উদ্দীন, ছাত্রকল্যাণ সম্পাদক- মাওলানা আব্বাস উদ্দীন, শরিয়াহ সম্পাদক- মুফতি বিলাল আহমদ নোমান, সমাজসেবা সম্পাদক- রোমান আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক- মাওলানা হারুনূর রশীদ, প্রবাসী বিষয়ক সম্পাদক- মাওলানা ফয়েজ আহমদ,
অফিস সম্পাদক- হাফিজ রিয়াজ উদ্দীন বাদশাহ, প্রকাশনা সম্পাদক- হাফিজ আব্দুর রকিব, সদস্যবৃন্দ- হাফিজ ফখরুল ইসলাম, আবুতাহের আব্দুল্লাহ, হাফিজ আতিকুল রহমান, হোসাই আহমদ, নাঈম আহমদ ও আজিজুল ইসলাম।
এমএসপির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা জফির উদ্দিন, নির্বাহী কমিশনার মাওলানা নাজিম উদ্দীন নাদিম ও হাফিজ বিলাল আহমদ ইমরান উক্ত প্যানেল অনুমোদন করত চূড়ান্ত বলে ঘোষণা দেন।
