Saturday, June 29, 2019
Thursday, June 13, 2019
বিয়ানীবাজার ছাত্র জমিয়তের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন …
রেদওয়ান আহমদ******
সিলেট জেলা ছাত্র জমিয়ত কর্তৃক ঘোষিত পাক্ষিক কর্মসূচির অংশ হিসেবে ১৩জুন বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখা আয়োজন করে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মশালা।
উপজেলা কমিটির সহ সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ দিলওয়ার হোসাইন এর পরিচালনায় সম্পন্ন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কমিটির সহ সেক্রেটারী ওয়াহিদুর রহমান। প্রধান প্রশিক্ষক ও অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের মুহতারাম সভাপতি মাওলানা তোফায়েল আহমদ সাহেব,প্রশিক্ষক ও বিশেষ মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি শরীফ আল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সমাজসেবা সম্পাদক আবু বকর, পাঠাগার সম্পাদক কামরুল হক,অফিস সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, রেজাউল করীম, আব্দুল্লাহ রাহাত প্রমুখ।
রেদওয়ান আহমদ******
সিলেট জেলা ছাত্র জমিয়ত কর্তৃক ঘোষিত পাক্ষিক কর্মসূচির অংশ হিসেবে ১৩জুন বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখা আয়োজন করে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মশালা।
উপজেলা কমিটির সহ সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ দিলওয়ার হোসাইন এর পরিচালনায় সম্পন্ন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কমিটির সহ সেক্রেটারী ওয়াহিদুর রহমান। প্রধান প্রশিক্ষক ও অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের মুহতারাম সভাপতি মাওলানা তোফায়েল আহমদ সাহেব,প্রশিক্ষক ও বিশেষ মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি শরীফ আল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সমাজসেবা সম্পাদক আবু বকর, পাঠাগার সম্পাদক কামরুল হক,অফিস সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, রেজাউল করীম, আব্দুল্লাহ রাহাত প্রমুখ।
Sunday, June 2, 2019
সায়্যিদ নাযির আহমদ→→
দেশের প্রাচীনতম ও আস্থাশীল শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ এর ফলাফল প্রকাশ:
প্রিয় ক্যাম্পাস জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ঈর্ষণীয় ফলাফল:
৬ মারহালায় মোট মুমতাজ ৫৭টি।
মিশকাত: ১২টি (বোর্ডে ২য়)
মুখতাসার: ১০টি (বোর্ডে ৩য়)
কাফিয়া: ৪টি
মুতাওয়াসসিতা ৩য়: ১২ টি
ইবতিদায়ী ৫ম: ৭ টি
হিফজ তাকমীল: ১২ টি।
এছাড়াও তানযীম বোর্ডে হেদায়াতুন্নাহু জামাতে বোর্ডে ১ম ও ২য় স্থান, মুতাওয়াসসিতা ২য় বর্ষে বোর্ডে ১ম স্থানসহ তিন মারহালায় মোট ৫২ টি মুমতাজ অর্জন করেছে জামিয়া।
এদ্বারা ও তানযীম মিলে মোট মুমতাজ ১০৯ টি।
আলহামদুলিল্লাহ। যালিকা ফাজলুল্লাহ! তিনি যাকে চান তাকে দেন!
প্রিয় ক্যাম্পাসের ঈর্ষণীয় ফলাফলে আমরা আনন্দিত। পুলকিত।♥♥♥♥
অভিনন্দন ও শুভকামনা সবার তরে।♥♥♥
Subscribe to:
Comments (Atom)
-
আব্দুর রহমান মাদানী......... →মাদরাসা পড়ুয়া মেয়ে বিয়ে করবেন কেন? মাদরাসা পড়ুয়া ছেলেদের প্রতি মাদরাসা পড়ুয়া মেয়েদের হৃদয়ের...
-
নিজস্ব প্রতিবেদন ঃ রেদওয়ান আহমদ *বিয়ানীবাজারে জামিয়া ক্বাসিমুল উলূম মেওয়া মাদরাসায় খতমে বোখারী অনুষ্ঠিত; শেষ দরস প্রদান করলেন, খলিফায়ে...
-
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহ. : জীবন ও কর্ম আকাবির-আসলাফ, ইতিহাস ঐতিহ্য Leave a comment তাঁর মূল নাম তাজুল ইসলাম। পিতার নাম মাওলানা...



