দেশের প্রাচীনতম ও আস্থাশীল শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ এর ফলাফল প্রকাশ:
প্রিয় ক্যাম্পাস জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ঈর্ষণীয় ফলাফল:
৬ মারহালায় মোট মুমতাজ ৫৭টি।
মিশকাত: ১২টি (বোর্ডে ২য়)
মুখতাসার: ১০টি (বোর্ডে ৩য়)
কাফিয়া: ৪টি
মুতাওয়াসসিতা ৩য়: ১২ টি
ইবতিদায়ী ৫ম: ৭ টি
হিফজ তাকমীল: ১২ টি।
এছাড়াও তানযীম বোর্ডে হেদায়াতুন্নাহু জামাতে বোর্ডে ১ম ও ২য় স্থান, মুতাওয়াসসিতা ২য় বর্ষে বোর্ডে ১ম স্থানসহ তিন মারহালায় মোট ৫২ টি মুমতাজ অর্জন করেছে জামিয়া।
এদ্বারা ও তানযীম মিলে মোট মুমতাজ ১০৯ টি।
আলহামদুলিল্লাহ। যালিকা ফাজলুল্লাহ! তিনি যাকে চান তাকে দেন!
প্রিয় ক্যাম্পাসের ঈর্ষণীয় ফলাফলে আমরা আনন্দিত। পুলকিত।♥♥♥♥
অভিনন্দন ও শুভকামনা সবার তরে।♥♥♥

No comments:
Post a Comment