বৃষ্টির বারি
মোঃ শওকত হোসেন ( শামিম )
কখনও বা যদি স্বরে -
সৃতির কক্ষপাতে, ভ্রষ্ট পথিকের পায়
যাযাবর ঘাঁটে ঘাঁটে,
ভবও লোক প্রান্তরে, নিষ্প্রাণ কারও ধ্বনি -
পথিকের বুকে হাহাকার পরে,
অস্ত পাড়ের মাঠে !!
দৃষ্টি কাঁতর নীড়ে -
পিয়ালায় কারও প্রাণ, আনমন সারাক্ষণ
প্রহর পায়নি যেন খুঁজে, কোনও কূলে,
তব হায়, সেই চোখে -
বৃষ্টির বারি থামবে কী ? ঐ রুপে -
যদিও তখন, ছিল খুব ভুলের ছড়াছড়ি !!
No comments:
Post a Comment