Tuesday, August 6, 2019

নিজস্ব প্রতিবেদন ... মুহা. রেদওয়ান আহমদ

জামেয়া মাদানীয়া আংগুরার নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন। 


 প্রধান অতিথির বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি ও সিলেট জমিয়তের সভাপতি, মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন (হাঃফিঃ)


বিশেষ অতিথি মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস মুফতি মুজিবুর রহমান।

বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তের সাহিত্য সম্পাদক
মাওঃ ফয়জুল হাসান খাদিমানি।

প্রধান বক্তা,কেন্দ্রীয় সহ সাংঘঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র জমিয়ত সভাপতি
 ছাত্র নেতা Mufti Nasiruddin Khan

বিশেষ বক্তা ছাত্র জমিয়ত সিলেট জেলা সভাপতি 
হাঃ মাওঃ ফরহাদ আহমাদ


সাধারণ সম্পাদক 
মাওঃ ফয়েজ উদ্দিন

সহ জমিয়ত,যুব ও ছাত্র জমিয়ত কর্মি বৃন্দ।


পরিশেষে মাদরাসার নায়িবে মুহতামিম মাওঃ ফারুক আহমদ সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

No comments:

Post a Comment