তিন হাফিজে ক্বোরআনের পিতা মাওঃ নুরর রহমান
সাহেবের বাড়ি ঘর পুড়ে ছাই,,,,,,,
বৈদ্যুতিক সার্কেট থেকে আগুন সারা ঘরে,
পুড়ে ছাই সমস্ত ঘর জামা কাপড় সহ অন্যান্য আসবাব পত্র,
বিয়ানীবাজার বাহাদুর পুর জমিয়ত নেতা মাওঃ নুরর রহমান সাহেবের(ফারিগ জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর) বাড়ি পেশায় তিনি মাদ্রাসা শিক্ষক ও তিন হাফিজে ক্বোরাআন ও এক মেয়ের পিতা।
বাড়িঘর পুড়ে যাওয়ার কারণে একটু ও ব্যাথা অনুভব করেননি তিনি উনি বলেন এটা আল্লাহর ইচ্ছা, একজন আল্লাহ ওয়ালা খালিছ বান্দা এরকমই।জাযাকাল্লাহ আল্লাহ তা'য়ালা নিশ্চয় এর প্রতিদান দিবেন।
একজন আলেম পরিবারের এই দুর্ভোগ দিনে পাশে থাকা আমাদের জন্য জুরুরী বিশেষত বিয়ানীবাজারের জমিয়ত সহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
Subscribe to:
Post Comments (Atom)
-
আব্দুর রহমান মাদানী......... →মাদরাসা পড়ুয়া মেয়ে বিয়ে করবেন কেন? মাদরাসা পড়ুয়া ছেলেদের প্রতি মাদরাসা পড়ুয়া মেয়েদের হৃদয়ের...
-
নিজস্ব প্রতিবেদন ঃ রেদওয়ান আহমদ *বিয়ানীবাজারে জামিয়া ক্বাসিমুল উলূম মেওয়া মাদরাসায় খতমে বোখারী অনুষ্ঠিত; শেষ দরস প্রদান করলেন, খলিফায়ে...
-
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহ. : জীবন ও কর্ম আকাবির-আসলাফ, ইতিহাস ঐতিহ্য Leave a comment তাঁর মূল নাম তাজুল ইসলাম। পিতার নাম মাওলানা...



No comments:
Post a Comment