Friday, April 26, 2019

"""তুমি মহান"""
@ইকরামুল হক জাবের


রোজ বিকেলে নদীর তীরে
হাঠতে যখন যাই,
মুগ্ধ হয়ে সৃষ্টি তোমার
দেখতে তখন পাই।

নদীর পারে তরু-লতা
সবুজ শ্যামল ঘাস
পাখপাখালি গাছ-গাছালী
করছে যে উল্লাস।

গাছে গাছে খেলছে উড়ে
নানান ধরণ পাখি,
সৃষ্টি তোমার হরেক রকম
দেখছি মেলে আঁখি

ছলাত্ ছলাত্ নদীর পানি,
গাইছে তোমার গান,
জ্বিন ইনসান সবাই জানে
তুমি যে মহান।

Thursday, April 25, 2019

------------------প্রিয় প্রেয়সী -----------------
                          সুলতান আহমদ


গোলাপি গাল তোমার
ডাগর ডাগর চোখ
হৃদয় আমার যায় জুড়িয়ে
দেখলে তোমার মুখ।

গালে তোমার হিরার খাঁজ
আছে মিশে যে,
মুখে তোমার মুক্তা দানা
জড়ে অজরে।

দাঁত গুলো যে হিরা দানা
ঠোঁট যে সোনালী
রূপ দেখে তোমার আমি
হই উদাসী।

অঙ্গভঙ্গি যেমন তেমন
চোখে তোমার খাদ
যে কেউ চেয়ে দেখবে তোমায়
ফেলে সব কাম-কাজ।
          জান্নাত চাও?
              সুলতান আহমদ
----------------------------------------


টাকার পাহাড় গড়ে তুমি
হয়েছো বড় লোক
ঐ টাকাটা দিলো কে?
একটু হও ভাবুক!

ভেবে যদি পাও তুমি
টাকার মালিক কে।
যেথাসেথা করবেনা খরচ
টাকা গুলো কে।

ফুর্তি-আমুদ করে টাকা
নষ্ট করো যদি
পরকালে পাবে তুমি
লাঞ্ছনার শাস্তি।

শাস্তি থেকে বাঁচাতে যদি
চাও নিজেকে
পরকালের জন্য তুমি
দান করো দু'হাতে।

দাও যদি গরিবদের
মসজিদ-মাদরাসায়
পরকালে আশ্রয় পাবে
জান্নাতের ছায়ায়।