Saturday, October 5, 2019

সুপাতলা ইসলামি (কিশোর) সোসাইটি বিয়ানীবাজার এর সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন।

বর্তা প্রেরক.. আস-আদুয যামান


হিলফুল ফুযুলের ন্যায় কল্যাণমূলক সংগঠনের জন্য কেউ
যদি আজও ডাক দেয়,তবে আমি সন্তুুষ্টিচিত্তে তাতে
যোগ দিব।
(হযরত মুহাম্মাদ সাঃ)
# সুপাতলা ইসলামি (কিশোর) সোসাইটি বিয়ানীবাজার
এর সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন।
অদ্য,রোজ শুক্রবার বাদ এশা সংগঠনের অস্হায়ী
কার্যালয়ে। সুপাতলা ইসলামি (কিশোর) সোসাইটি
বিয়ানীবাজার এর সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্টিত হয়।
সোসাইটি সভাপতি হাফিজ ফারুক আহমেদের
সভাপতিত্বে।সাধারন সম্পাদক আসাদুজ্জামানের
পরিচালনায়।পবিত্র কোরঅানুল কারীম থেকে
তিলাওয়াত করেন হাফিজ সিদ্দীকুররহমান।
এছাড়াও সদস্য উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য দেন।
সোসাইটি সহ সভাপতি হাফিজ সাহিদ আহমেদ।
সাংগঠনিক সম্পাদক আবিদুল হক্ব।যুগ্ম সাধারন সম্পাদক
রাসেল আহমেদ।সহ সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম।
এছাড়াও উপস্হিত ছিলেন সোসাইটি সহ প্রচার সম্পাদক
সাইদুল ইসলাম। সদস্য জুয়েল আহমেদ।সদস্য রিপন আহমেদ
প্রমুখ।
সদস্য ফরম উদ্বোধন করেন সোসাইটি সভাপতি হাঃ ফারুক
আহমেদ।
পরিশেষে সংগঠনের অগ্রযাত্রা ও সদ্য প্রয়াত পীরে
কামিল। বালাউটি সাবের মাগফিরাত কামনায় দোয়া
কামনা করে।অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Thursday, September 19, 2019

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন-

অধ্য বৃহস্পতিবার বেলা ২ঘটিকায় স্থানীয় মোস্তফা পার্টি সেন্টারে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
ও দ্বী-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মারুফুল হাসানের সভাপতিত্বে সভার যৌথ পরিচালনা করেন উপজেলা ছাত্র  জমিয়তের সেক্রেটারি দিলাওয়ার হোসাইন ও জয়েন্ট সেক্রেটারি ওয়াহিদুর রাহমান।
সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মি অাব্দুল কাদির,স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের বিদায়ী সাংগঠনিক সম্পাদক হা.অাব্দুল্লাহ।
এতে প্রধান অাথিতি হিসেবে বক্তব্যে রাখেন জেলা জমিয়ত সভাপতি অাল্লামা শায়খ জিয়া উদ্দীন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ ফরহাদ অাহমদ,বিশেষ অথিতি হিসেবে বক্তব্যে রাখেন
বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা অাব্দুল অাওয়াল,সভাপতি মাওলানা শায়খ অাব্দুশ শহিদ,জেলা জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আলি আহমদ,বিয়ানীবাজার পৌর জমিয়ত সভাপতি শায়খ আতিকুর রাহমান,বিয়ানীবাজার উপজেলা জমিয়ত সেক্রেটারি   মাওলানা আব্দুল খালিক কাসেমি,বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ,জেলা ছাত্র জমিয়তের সহসভাপতি ছাত্রনেতা আব্দুল হামীদ খান,উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন,এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র  জমিয়ত সভাপতি হা রশিদ আহমদ,বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহসেক্রেটারি মাওলানা রায়হান আহমদ। সহ উপজেলার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন  এবং উপজেলার আওতাধীন সকল সাংগঠনিক ইউনিটের সভাপতি,সেক্রেটারি,সাংগঠনিক সম্পাদক কাউন্সিলরবৃন্দ।


সভাশেষে ২০১৯-২১সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করেন উপজেলা জমিয়ত সেক্রেটারি মাওলানা  মাওলানা মারুফুল হাসানকে পুনরায় সভাপতি ও ওয়াহিদুর রাহমানকে সেক্রেটারি মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Tuesday, August 6, 2019

নিজস্ব প্রতিবেদন ... মুহা. রেদওয়ান আহমদ

জামেয়া মাদানীয়া আংগুরার নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন। 


 প্রধান অতিথির বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি ও সিলেট জমিয়তের সভাপতি, মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন (হাঃফিঃ)


বিশেষ অতিথি মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস মুফতি মুজিবুর রহমান।

বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তের সাহিত্য সম্পাদক
মাওঃ ফয়জুল হাসান খাদিমানি।

প্রধান বক্তা,কেন্দ্রীয় সহ সাংঘঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র জমিয়ত সভাপতি
 ছাত্র নেতা Mufti Nasiruddin Khan

বিশেষ বক্তা ছাত্র জমিয়ত সিলেট জেলা সভাপতি 
হাঃ মাওঃ ফরহাদ আহমাদ


সাধারণ সম্পাদক 
মাওঃ ফয়েজ উদ্দিন

সহ জমিয়ত,যুব ও ছাত্র জমিয়ত কর্মি বৃন্দ।


পরিশেষে মাদরাসার নায়িবে মুহতামিম মাওঃ ফারুক আহমদ সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Friday, July 26, 2019

খাদিমানীকে নিয়ে ট্রল কেন

 


উপমহাদেশের রাজনৈতিক সংকটের
 কালে জন্ম হয়েছিলো দারুল উলুম
দেওবন্দের। দেওবন্দ প্রতিষ্ঠার 
অবশ্যই একটা রাজনৈতিক লক্ষ্য 
ছিলো। সেই লক্ষ্যে পরবর্তীরা 
কতটুকু টিকে থেকেছেন, সেটা ভিন্ন 
কথা। কিন্তু দেওবন্দ এবং জমিয়ত একই
বৃন্তে দু'টি কুসুমের মতোই। আলাদা 
করার উপায় নেই। ফয়যুল হাসান খাদিমানী
সেই কথাটাই বলেছেন। তাঁর শব্দ ও 
বাচনভঙ্গিতে আপনার আপত্তি থাকতেই 
পারে, কিন্তু তিনি যা বলেছেন, চূড়ান্ত 
বিচারে 
অসত্য বলেননি।
 "মনে রাখতে হবে, দেওবন্দ কিছু

কিতাবাদির সমাহারে বেষ্টিত একটা

বিল্ডিংয়ের নাম নয়, দেওবন্দ

একটা আন্দোলনের নাম।

আন্দোলন কি সংগঠন ছাড়া সম্ভব?

এই কারণে শায়খুল হিন্দ (রহ.)

সংগঠন গড়েছিলেন। যে সংগঠনের

নাম জমিয়ত। তাই দেওবন্দের

পূর্ণাঙ্গ উত্তরাধিকারী দাবি করতে

হলে আপনাকে জমিয়ত করতে

হবে।শায়খুল হিন্দের চিন্তার

উত্তরাধিকার হলো জমিয়ত।

শায়খুল হিন্দের রাজনৈতির চিন্তা কতটা

উদার, কতটা সফল ও প্রভাবশালী ছিলো,

এটা আমরা দেখেছি ব্রিটিশবিরোধী

আন্দেলনে। হিন্দু-মুসলিমকে এক

কাতারে কে এনেছিলো বলুন

তো? করমচাঁদ গান্ধীকে মহাত্মা

গান্ধী কে বানিয়েছিলো? ইতিহাস

দেখেন।"



প্রকাশ পেলো 'আল হিলাল ছাত্র সংসদ' ২০১৯-২০ ঈসায়ি সেশনের পূর্ণাঙ্গ কমিটি
.

সভাপতি : মাওলানা আব্দুল
হাফিজ সাহেব
সহসভাপতি :
মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ সাহেব
সহসভাপতি :
মাওলানা বিলাল আহমদ
ইমরান সাহেব
সহসভাপতি :
হা. মাও. জসিম উদ্দিন সাহেব
.
কোষাধ্যক্ষ :
মাওলানা ফারুক আহমদ সাহেব
.
বার্ষিক মুখপত্র আল-হিলাল সম্পাদক :
মাওলানা সাজিদুর রহমান সাজিদ সাহেব
.
আরবী সাহিত্য পরিচালক :
মুফতি ইকবাল হুসাইন সাহেব
.
বাংলা সাহিত্য পরিচালক :
হা. মাওলানা আলী আহমদ সাহেব
.
সাধারণ সম্পাদক :
আব্দুল কুদ্দুস
যুগ্মসাধারণ সম্পাদক :
আজিজুল ইসলাম
সহসাধারণ সম্পাদক :
আব্দুর রহমান
সহসাধারণ সম্পাদক :
লিয়াকত হুসাইন
.
প্রচার ও প্রকাশনা সম্পাদক :
জায়েদ আল হাফিজ
.
অফিস সম্পাদক :
কাওসার হামিদ
.
আরবী সাহিত্য সম্পাদক :
জিয়া উদ্দিন ফারুকী
সহআরবী সাহিত্য সম্পাদক :
জাহেদ আহমদ
.
বাংলা সাহিত্য সম্পাদক :
বদরুদ্দীন হানাফি
সহবাংলা সাহিত্য সম্পাদক :
যাকারিয়া আবু সায়িদ
.
পাঠাগার সম্পাদক :
জয়নুল ইসলাম
সহপাঠাগার সম্পাদক :
আকরাম হুসাইন
সহপাঠাগার সম্পাদক :
হুসাইন আহমদ
.
সদস্য :
মুখতার হুসাইন
(তাকমিল)
রেজওয়ান আহমদ
(ফযি. ২য়)
মিজানু রহমান নাঈম
(ফযি. ১ম)
সাইফুল ইসলাম
(সা. ৩য়)
আব্দুল্লাহ রাহাত
(সা. ২য়)
আলীম উদ্দিন
(সা. ১ম)
ইসমাঈল আলী
( মুতা. ৪র্থ)
খালিদ সাইফুল্লাহ
(মুতা. ৩য়)
দিলদার হুসাইন
( মুতা. ২য়)
আব্দুস সামাদ
( মুতা. ১ম)
নজরুল ইসলাম
(ইব. ৫ম)
এনামুল হক
(ইব. ৪র্থ)
মোশাহিদ আলী
(হিফজ)

ছাত্র জমিয়ত জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর শাখার ২০১৯-২০ ঈসায়ি সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


গতকাল  বাদ মাগরিব (২৫-০৭-১৯) নতুন মাদ্রাসায় ৩৯ সদস্যের প্যানেল ঘোষণা করেন জামেয়া শাখার সম্মানিত সভাপতি, উস্তাজে মুহতারাম সুনামগঞ্জী হুজুর দাঃবাঃ 
একনজরে পূর্ণাঙ্গ প্যানেল।
১. ★সভাপতি★মাওঃসাজিদুর রহমান সাজিদ সুনামগঞ্জী হুজুর
২. ★সহ-সভাপতি★মাওঃজফির উদ্দীন কোম্পানিগঞ্জী হুজুর
৩. ★সহ-সভাপতি★মাওঃইয়াহয়া বিন আস'আদ আমলশীদী হুজুর
৩. ★সহ-সভাপতি★মাওঃফরহাদ আহমদ শালেশ্বরী হুজুর
৪. ★সাধারণ সম্পাদক★ হাঃ নজরুল ইসলাম (তাকমীল)
৫. ★যুগ্ম-সাধারণ সম্পাদক★ হাঃ রাফি সালিম (তাকমীল)
৬. ★সহ-সাধারণ সম্পাদক★হাসান আহমদ (তাকমীল)
৭. ★সহ-সাধারণ সম্পাদক★আব্দুল ওয়াদুদ (ফযি. ২য়)
৮. ★সাংগঠনিক সম্পাদক★ রাশাদ আহমদ (ফযি. ১ম)
৯. ★সহ-সাংগঠনিক সম্পাদক★আব্দুল্লাহ আল মামুন(সা.৩য়)
১০.★প্রচার সম্পাদক★ আরশাদ জাফরি (সা. ৩য়)
১১.★সহ-প্রচার সম্পাদক★আলী আহমদ (সা. ২য়)
১২.★অর্থ সম্পাদক★আব্দুল্লাহ আল মাসরুর (ফযি. ২য়)
১৩.★প্রশিক্ষণ সম্পাদক★আবু হুরায়রা (তাকমীল)
১৪.★সহ-প্রশিক্ষণ সম্পাদক★তারেক আল মাহদী (তাকমীল)
১৫.★সাহিত্য সম্পাদক★হামিদুল হক এমদাদ (ফযি. ২য়)
১৬.★সহ-সাহিত্য সম্পাদক★আহসান হাবিব নুমান (ফযি. ১ম)
১৭.★প্রকাশনা সম্পাদক★আসাদুজ্জামান (ফযি. ২য়)
১৮.★সহ-প্রকাশনা সম্পাদক★তজম্মুল ইসলাম (ফযি.১ম)
১৯.★পাঠাগার সম্পাদক ★মাসুম আহমদ (সা. ২য়)
২০.★অফিস সম্পাদক★খাইরুল ইসলাম (সা.১ম)
২১.★আন্তর্জাতিক সম্পাদক★মাহবুবুর রহমান (সা.৩য়)
-------------------------★সদস্যবৃন্দ★--------------------
মু'তাসিম বিল্লাহ,ফেদাউর রহমান,হাসান আহমদ(তাকমিল)
কামরুজ্জামান নজির,আব্দুল ক্বাইয়্যুম(ফযি.২য়)
মারজান আহমদ,সায়েম উদ্দীন(ফযি.১ম)
শাহেদ আহমদ, ইব্রাহীম খলীল(সা.৩য়)
হুসাইন আহমদ,আবু ত্বালহা (সা.২য়)
যায়েদ আহমদ(সা.১ম)
মবরুর আহমদ(মুতা.৪র্থ)
মহসিন আহমদ(মুতা.৩য়)
জুনাইদ আহমদ (মুতা.২য়)
রশীদ আস সানি(মুতা.ইব.৫ম)
মাহদী হাসান (হিফজ)

Friday, July 19, 2019

বৃষ্টির বারি
মোঃ শওকত হোসেন ( শামিম )

কখনও বা যদি স্বরে -
সৃতির কক্ষপাতে, ভ্রষ্ট পথিকের পায়
যাযাবর ঘাঁটে ঘাঁটে,

ভবও লোক প্রান্তরে, নিষ্প্রাণ কারও ধ্বনি -
পথিকের বুকে হাহাকার পরে,
অস্ত পাড়ের মাঠে !!

দৃষ্টি কাঁতর নীড়ে -
পিয়ালায় কারও প্রাণ, আনমন সারাক্ষণ
প্রহর পায়নি যেন খুঁজে, কোনও কূলে,

তব হায়, সেই চোখে -
বৃষ্টির বারি থামবে কী ? ঐ রুপে -
যদিও তখন, ছিল খুব ভুলের ছড়াছড়ি !!

Thursday, June 13, 2019

বিয়ানীবাজার ছাত্র জমিয়তের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন …
রেদওয়ান আহমদ******





সিলেট জেলা ছাত্র জমিয়ত কর্তৃক ঘোষিত পাক্ষিক কর্মসূচির অংশ হিসেবে ১৩জুন বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায়  ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখা আয়োজন করে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মশালা।
উপজেলা কমিটির সহ সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ দিলওয়ার হোসাইন এর পরিচালনায় সম্পন্ন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কমিটির সহ সেক্রেটারী ওয়াহিদুর রহমান। প্রধান প্রশিক্ষক ও অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের মুহতারাম সভাপতি মাওলানা তোফায়েল আহমদ সাহেব,প্রশিক্ষক ও বিশেষ মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি  শরীফ আল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সমাজসেবা সম্পাদক আবু বকর, পাঠাগার সম্পাদক কামরুল হক,অফিস সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, রেজাউল করীম, আব্দুল্লাহ রাহাত প্রমুখ।

Sunday, June 2, 2019

সায়্যিদ নাযির আহমদ→→


দেশের প্রাচীনতম ও আস্থাশীল শিক্ষাবোর্ড  আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ এর ফলাফল প্রকাশ:
প্রিয় ক্যাম্পাস জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ঈর্ষণীয় ফলাফল:

৬ মারহালায় মোট মুমতাজ ৫৭টি।
মিশকাত: ১২টি (বোর্ডে ২য়)
মুখতাসার: ১০টি (বোর্ডে ৩য়)
কাফিয়া: ৪টি
মুতাওয়াসসিতা ৩য়: ১২ টি
ইবতিদায়ী ৫ম: ৭ টি
হিফজ তাকমীল: ১২ টি।
এছাড়াও তানযীম বোর্ডে হেদায়াতুন্নাহু জামাতে বোর্ডে ১ম ও ২য় স্থান, মুতাওয়াসসিতা ২য় বর্ষে বোর্ডে ১ম স্থানসহ তিন মারহালায় মোট ৫২ টি মুমতাজ অর্জন করেছে জামিয়া।
এদ্বারা ও তানযীম  মিলে মোট মুমতাজ ১০৯ টি।
আলহামদুলিল্লাহ। যালিকা ফাজলুল্লাহ!  তিনি যাকে চান তাকে দেন! 

প্রিয় ক্যাম্পাসের ঈর্ষণীয় ফলাফলে আমরা আনন্দিত। পুলকিত।♥♥♥♥
 অভিনন্দন ও শুভকামনা সবার তরে।♥♥♥

Thursday, May 16, 2019

কুরআন খুকু।
                         সুলতান আহমদ
______________♥______________


কুরআন শিখতে খোকাখোকি
পড়তে এসে ভোরে।
মধুর কন্ঠে পড়ে কুরআন
কাক ডাকা রোদে।

মনভরে যায় শুনলে পড়া
হৃদয় যায় ঝুড়ে
কুরআন খুকুদের এমন পড়া
কয়জনে আর পড়ে।

মন মাতানো কন্ঠে তাদের
শুনতে পড়া রোজ
হৃদয় আমার ঝুড়াতে যাই
দেখতে তাদের মুখ।
                   

Friday, April 26, 2019

"""তুমি মহান"""
@ইকরামুল হক জাবের


রোজ বিকেলে নদীর তীরে
হাঠতে যখন যাই,
মুগ্ধ হয়ে সৃষ্টি তোমার
দেখতে তখন পাই।

নদীর পারে তরু-লতা
সবুজ শ্যামল ঘাস
পাখপাখালি গাছ-গাছালী
করছে যে উল্লাস।

গাছে গাছে খেলছে উড়ে
নানান ধরণ পাখি,
সৃষ্টি তোমার হরেক রকম
দেখছি মেলে আঁখি

ছলাত্ ছলাত্ নদীর পানি,
গাইছে তোমার গান,
জ্বিন ইনসান সবাই জানে
তুমি যে মহান।

Thursday, April 25, 2019

------------------প্রিয় প্রেয়সী -----------------
                          সুলতান আহমদ


গোলাপি গাল তোমার
ডাগর ডাগর চোখ
হৃদয় আমার যায় জুড়িয়ে
দেখলে তোমার মুখ।

গালে তোমার হিরার খাঁজ
আছে মিশে যে,
মুখে তোমার মুক্তা দানা
জড়ে অজরে।

দাঁত গুলো যে হিরা দানা
ঠোঁট যে সোনালী
রূপ দেখে তোমার আমি
হই উদাসী।

অঙ্গভঙ্গি যেমন তেমন
চোখে তোমার খাদ
যে কেউ চেয়ে দেখবে তোমায়
ফেলে সব কাম-কাজ।
          জান্নাত চাও?
              সুলতান আহমদ
----------------------------------------


টাকার পাহাড় গড়ে তুমি
হয়েছো বড় লোক
ঐ টাকাটা দিলো কে?
একটু হও ভাবুক!

ভেবে যদি পাও তুমি
টাকার মালিক কে।
যেথাসেথা করবেনা খরচ
টাকা গুলো কে।

ফুর্তি-আমুদ করে টাকা
নষ্ট করো যদি
পরকালে পাবে তুমি
লাঞ্ছনার শাস্তি।

শাস্তি থেকে বাঁচাতে যদি
চাও নিজেকে
পরকালের জন্য তুমি
দান করো দু'হাতে।

দাও যদি গরিবদের
মসজিদ-মাদরাসায়
পরকালে আশ্রয় পাবে
জান্নাতের ছায়ায়।

Saturday, March 23, 2019

নিজস্ব প্রতিবেদন ঃ রেদওয়ান আহমদ

*বিয়ানীবাজারে জামিয়া ক্বাসিমুল উলূম মেওয়া মাদরাসায় খতমে বোখারী অনুষ্ঠিত; শেষ দরস প্রদান করলেন, খলিফায়ে মাদানী আল্লামা শায়খে আব্দুল মুমিন ইমামবাড়ী ।*

শনিবান (২৩ মার্চ ১৯ঈ.) সিলেটের বিয়ানীবাজার-এ মাদরাসা প্রাঙ্গণে বুখারী শরিফের শেষ হাদিসের দরস প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে খতমে বুখারী’র আখেরী দরস প্রদান ও দোয়া পরিচালনা করেন, শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ. এর খলিফা, সদরে জমিয়ত আল্লামা শায়খে আব্দুল মুমিন ইমামবাড়ী, উপস্থিত ছিলেন  মাও.মুফতি আবুল হাসান জকিগন্জী  খতিব বিয়ানীবাজার মোকাম মসজিদ, জামিয়ার প্রাণ পুরুষ  প্রিন্সিপাল মাও.আব্দুল মতিন মুহতামীম অত্র মাদ্রাসা, মাও.আস'আদ আহমদ  শিক্ষা সচিব ও শায়খুল হাদিস, মাও.মুফতি কামাল উদ্দীন  সানী শায়খুল হাদিস অত্র মাদ্রাসা ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জননেতা আবুল কাশেম পল্লব,

উপস্থিত ছিলেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং শেওলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিধন্দ্বী প্রার্থী, সিলেট জেলা ছাত্র জমিয়ত সহ সভাপতি ছাত্রনেতা মাও.আব্দুল হামিদ খান,  আল-ক্বাসিম পরিষদ দুবাগ ইউনিয়ন সহ সভাপতি মাও.হাবীবুর রহমান রশিদী   সহ উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল বিভাগের আসাতিযায়ে কেরাম ও এলাকার সর্বস্তরের ইসলাম প্রেমিক জনগন।

Friday, March 15, 2019

নিউজিল্যান্ডের ভয়াবহ গণহত্যায় শোকে মূহ্যমান পুরো মুসলিমবিশ্ব। মুসলিম বিদ্বেষে সাদা চামড়ার সকল শুয়োর এক টেবিলে আসতে পারে, কিন্তু তাগুতের পা-চাটা মুসলিম শাসকরা বরাবরের মতোই চৈতন্যহীন। পূর্ব ঘোষণা দিয়ে রীতিমত ইশতেহার ছেপে হামলা, ভিডিও ধারণ, তাও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, অতঃপর মুছে ফেলা—যেনো গোটা মুসলিম জাতিসত্তাকে নিয়েই তামাশা করা! যে ভয়ঙ্কর ড্রামার অংশীদার হামলাকারী, কিউই সরকার থেকে নিয়ে খোদ ইউটিউব-টুইটার-ফেসবুকসহ গোটা খ্রিস্টিয় সোশ্যাল মিডিয়া! সবচে' পৈশাচিক ব্যাপার হচ্ছে—পশ্চিমা মিডিয়া একে যতোটা না সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিচ্ছে, এরচে' বেশি চিত্রিত করছে ইসলামভীতির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে। জানি, এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিশোধে কার্যকর করার কিছুই নেই মুসলিম পুতুল শাসকদের। অবশ্য সে সদিচ্ছাও নেই। তাই আল কায়দাই শেষ ভরসা!

https://www.youtube.com/channel/UChpOnTDWYvGBLdTe2W6yehw