মোঃ ইমরান খাঁন
Radwan Ahmed

❖ ওহে বাতিল চালিয়ে যাও, তোমাদের মিথ্যাচার,
✿ হাসরের ময়দানে হবে তোমার, আসল বিচার।
❖ ইলিয়াসি তাবলীগী আজ, বলছো তুমি কাকে?
✿ যারা জান মাল কোরবানি দিয়ে, দিনের পথে হাটে?
❖ তাবলীগের ভুল ধরতে তুমি, হয়েছো সদা সোচ্চার,
✿ দেখতে পাওনা চারিদিকে চলছে, কত অন্যায় অবিচার।
❖ যেসব যুবক আজ চিল্লাহ দিয়ে, সুন্নাত মেনে চলে,
✿ তাদের পিছনে লেগে আছো, তোমরা সদলবলে।
❖ মদ-গাঞ্জা-নারীর নেশায় আছে, যেসব যুবক মেতে,
✿ একবারও তো দেখিনি তোমরা, তাদের কাছে যেতে?
❖ তাবলীগ আছে, তাবলীগ থাকবে, বাড়বে দিনে দিনে,
✿ তোমরা ঠিকই হারিয়ে যাবে, কালের বিবর্তনে।
মোঃআব্দুল বাকী আরজান
আল্লাহ তায়ালা আমাদের সকলকেই সমস্ত ফেৎনা ফ্যাসাদ থেকে হেফাজত করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুণ। আমিন ।
No comments:
Post a Comment