★কৈফিয়ত ★
মাসুম বিন আবু সুবহান এই জানওয়ার
ঐ দেখা যায় তাবলীগ জামাআত
ঐ বেদাআতী দল,
পুটলি পোটলা সাথে নিয়ে
দেখায় নানা ছল।
মসজিদে মসজিদে ঘুরে তারা
শুনায় কত বয়ান,
শুধু বলে কিতাবে আছে
বলেনা হাদিস কুরআন।
ইলিয়াস সাহেবের স্বপ্নে পাওয়া
ওলীক তাদের ধর্ম,
ছয় উসূল আর নানা ফজিলত
যিকির ই যেন মূল কর্ম।
ফাযায়েলে আমল বই টি তাদের
বিরাট বড় ধন,
হাদিস কুরআনের ধার ধারে না
কিযে তার কারণ ?
টঙ্গীর মাঠে যতই লোকের
সমাবেশ তোমরা কর না,
হজ্জের সাথে কখনো তার
হবে না তুলনা।
চিল্লায় গিয়ে লাভ কি বলুন
যদি না করেন রাসূলে,
সাহাবা কিংবা তাবে তাবেঈন
নেই তো তাদের আমলে।
শুধুই বলে কিতাবে আছে
করলে অনেক ফজিলত,
রেফারেন্স কেন দেয়না তারা
কে দিবে তার কৈফিয়ত।
দিচ্ছে ধোঁকা হচ্ছে বোকা
সহজ সরল মুসলমান,
ওহীর পথে আসুন ফিরে
এটাই হবে তার সমাধান।
Subscribe to:
Post Comments (Atom)
-
আব্দুর রহমান মাদানী......... →মাদরাসা পড়ুয়া মেয়ে বিয়ে করবেন কেন? মাদরাসা পড়ুয়া ছেলেদের প্রতি মাদরাসা পড়ুয়া মেয়েদের হৃদয়ের...
-
নিজস্ব প্রতিবেদন ঃ রেদওয়ান আহমদ *বিয়ানীবাজারে জামিয়া ক্বাসিমুল উলূম মেওয়া মাদরাসায় খতমে বোখারী অনুষ্ঠিত; শেষ দরস প্রদান করলেন, খলিফায়ে...
-
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহ. : জীবন ও কর্ম আকাবির-আসলাফ, ইতিহাস ঐতিহ্য Leave a comment তাঁর মূল নাম তাজুল ইসলাম। পিতার নাম মাওলানা...

No comments:
Post a Comment