Wednesday, June 27, 2018

জাকির নায়ক এর এক পাগল প্রমিক

★কৈফিয়ত ★
মাসুম বিন আবু সুবহান এই জানওয়ার


ঐ দেখা যায় তাবলীগ জামাআত
ঐ বেদাআতী দল,
পুটলি পোটলা সাথে নিয়ে
দেখায় নানা ছল।
মসজিদে মসজিদে ঘুরে তারা
শুনায় কত বয়ান,
শুধু বলে কিতাবে আছে
বলেনা হাদিস কুরআন।
ইলিয়াস সাহেবের স্বপ্নে পাওয়া
ওলীক তাদের ধর্ম,
ছয় উসূল আর নানা ফজিলত
যিকির ই যেন মূল কর্ম।
ফাযায়েলে আমল বই টি তাদের
বিরাট বড় ধন,
হাদিস কুরআনের ধার ধারে না
কিযে তার কারণ ?
টঙ্গীর মাঠে যতই লোকের
সমাবেশ তোমরা কর না,
হজ্জের সাথে কখনো তার
হবে না তুলনা।
চিল্লায় গিয়ে লাভ কি বলুন
যদি না করেন রাসূলে,
সাহাবা কিংবা তাবে তাবেঈন
নেই তো তাদের আমলে।
শুধুই বলে কিতাবে আছে
করলে অনেক ফজিলত,
রেফারেন্স কেন দেয়না তারা
কে দিবে তার কৈফিয়ত।
দিচ্ছে ধোঁকা হচ্ছে বোকা
সহজ সরল মুসলমান,
ওহীর পথে আসুন ফিরে
এটাই হবে তার সমাধান।

No comments:

Post a Comment