Thursday, June 28, 2018

যেই কারনে তাবলীগ কে ভালবাসী.............

রেদওয়ান আহমদ ..........


তিনটি কারনে তাবলীগকে জীবনের চেয়েও
বেশি ভালবাসী।
১।তাবলীগের উদ্দেশ্য হল সারা দুনিয়ার মানুষ যেন
হেদায়েত পেয়ে যায়, অর্থাৎ সবাই যেন দুনিয়া এবং
আখেরাতে কামিয়াবী হাসিল করে।
২।তাবলীগ জামাত নিজের জান নিজের মাল কুরবানি
করে উম্মতের দুয়ারে দুয়ারে দ্বীনের আলো
পৌঁছে দেয়। এরজন্য তারা কারও কাছে কোন বিনিময়
চায়না।
৩।তাবলীগ কখনো কারো বিরোধিতার পরোয়া
করেনা, যে যা ইচ্ছে বলুক, তাবলীগের সাথীরা
কখনো সেদিকে তাকায়না বরংচ তারা তাদের মেহনত
করেই যাচ্ছে।
আল্লাহপাক আমাদের সবাইকে দাওয়াত ও তাবলীগের
আজীমুশ্বান মেহনতে কবুল করেন।

No comments:

Post a Comment