Thursday, June 28, 2018

জমিয়ত. জমিয়ত. জমিয়ত.

জমিয়ত জমিয়ত জমিয়ত
 কবিঃ- আজমল হুসাইন

শুদ্ধতার আলো মেখে কালো করে দূর
জমিয়ত মানে হল সাম্যের সুর।
প্রতিটি হৃদয়ে আছে সুরভিত ঘ্রাণ
জামিয়ত মানে হল বিজয়ের গান।
দূর করে পৃথিবীর আঁধারের ঘোর
জমিয়ত মানে হল আলোকিত ভোর।
মারামারি-হানাহানি নেই সংঘাত
জমিয়ত মানে হল রাখা হাতে হাত।
আঁধারে ছড়ায় আলো, নেই মতামত
জমিয়ত মানে হল আল্লাহর পথ।
সজীব বাগানে আছে ফুলের চারা
জমিয়ত মানে হল আকাশের তারা।
দ্বীনের জন্য ঝরে তাজা খুন ঘাম
জমিয়ত হল এক সংগ্রামী নাম।
জমিয়ত, জমিয়ত, মোহনীয় গান
জমিয়ত জনতার,সকলের প্রাণ।

No comments:

Post a Comment