Saturday, June 30, 2018

আসলেই কি প্রবাসীদের নিয়ে কঠুক্তি

আল্লামা জুনায়েদ আল -হাবীব আসলেই কি সকল প্রবাসীদের নিয়ে কঠুক্তি করেছেন???
---------------------------------------------------------------
বিষয়টা এখন ফেইসবুকে ভাইরাল হয়ে দাড়িয়েছে।কথিত একদল মেকি প্রবাসী প্রেমিক একজন আলেম দ্বীনের নামে কোমরে কাপড় বেঁধেছে।
কিন্তু বাস্তব কথা হলো যে,মাওলানা জুনায়েদ আল হাবীব সকল প্রবাসীদের নিয়ে কোন কঠুক্তি করেন নি,করার প্রশ্নই উঠেনা।
তবে হ্যাঁ,কিছু প্রবাসীদে বেয়াদবী,জেহালতি ও আনাড়িপনা তুলে ধরেছেন।প্রবাসী হলেই যে কেউ দুধে ধোয়া তুলসি পাতা হয়ে যায় তাতো নয়?
প্রবাসে তো আমরাও থাকি,তো কি হয়েছে?
আমি ভুল করলে,অন্যায় করলে কি আমার প্রতিবাদ কেউ করবেনা না?
কিছু কিছু প্রবাসীদের বদ খাসলত আমিও তুলে ধরব যা জুনায়েদ আল হাবীব বলেছেন---
১,প্রবাসে যাওয়ার আগের পনের বিশ বছর কোন আলেমের কাছে গিয়ে কোনদিন কিভাবে ওযু শুদ্ধ করে করতে হয়, ওযু নামাজ নষ্টের কারন কয়টি তা শিখার প্রয়োজন মনে করেনি,বিদেশ থেকে এসে মসজিদের ইমাম, মাদরাসার মাওলানাদের ভুল ধরে।
২,মাঝে মধ্যে মসজিদে গিয়ে দু পায়ের মাঝখানে এক কিলোমিটার জায়গা ফাঁক করে দাঁড়ায়,চিল্লাইয়া আমীন বলে নামাজে বিশৃংখলা করে।আর নামাজ শেষে বলে আমাদের দেশের মোল্লারা নাকি সহীহ হাদীস জানে না
৩,তাইতো মাওলানা হাবীব ঠিকই বলেছেন,আলেম উলামারা সারাজীবন কুরআন সুন্নাহের শিক্ষা দীক্ষা করে সহীহ হাদীস জানলনা,আর ওরা বিদেশে গিয়ে মালি ঢুলির কাজ করে সহীহ হাদীস কোথায় পাইল?
প্রবাসী যে আলেমের কাছ থেকে জীবনের প্রথম মুসলমানি শিক্ষা পাইল সে আলেম,ইমামের বিরুধিতা করলে,কঠু কথা বললে কারো গায়ে লাগে না!!
আবার আলেম প্রবাসীর ভুল ধরলে কঠুক্তি হয়ে যায়? আজব! বড়ই আজব!।

No comments:

Post a Comment