Wednesday, June 27, 2018

সেলফি......ঘোষণা

   
একটি বিশেষ ঘোষণা
    """নাজরুল ইসলাম"""""


দ্বীনি ভাই-বোনদের জন্য
বর্তমানে ফেবু একটি এমন মাধ্যম যেখানে ব্যক্তির পরিচয় এবং রুচিবোধ ফুটে উঠে। অতএব ফেুব যেন আমার ক্ষতির কারণ না হয়ে দাড়ায়।
সেলফি দমন কমিশনের সদস্যগণ আপনার ফেবুর উপর তীক্ষ্ম দৃষ্টি রাখছেন। যেহেতু আপনি আলেম, মুফতি, ইমাম বা হাফেজ সাহেব সেহেতু ধুমাইয়া সেলফিবাজি এবং প্রচারবাজি করা কোনভাবেই আপনার পরহেজগারীর সাথে মানায় না। অতএব দ্বীনি ভাই হিসেবে আপনার এই ভুল কাজটি ধরিয়ে দেয়া আরেক দ্বীনি ভাইয়ের দায়িত্ব। এজন্য সেলফি দমন কমিশনের সদস্যগণ প্রথমে আপনাকে বিনয়ের সহিত বিষয়টি জানাবেন। যদি আপনি তখনি সংশোধন হয়ে যান তো আলহামদুলিল্লাহ। আর যদি ঘাড় ত্যাড়ামি করেন তো পরে একে একে সর্বশেষ আপনার মাদ্রাসা/
মসজিদে স্বশরীরে উপস্থিত হয়ে আপনার দ্বারা যে বদ্বীনি কার্যক্রম চলছে তা জনগণকে জানানোর মতো পদক্ষেপও নেয়া হতে পারে।
তাই আসুন নিজের সম্মান নিজে রাখি এখনি সেলফিবাজি বন্ধ করি এবং ফেবুর ওয়াল থেকে সেলফিবাজি ছবিগুলো মুছে ফেলি।
নোট: ইহা একটি দ্বীনি সংশোধনী কার্যক্রম, সবার সহযোগিতা একান্ত কাম্য।

No comments:

Post a Comment