***মাদ্রাসার ঈদ বনাম বাড়ির ঈদ ***
*****ইকরামুল হক জাবের
#বাড়ির ঈদ#
দির্ঘ ৮ বছর পর কিছু কারণবসত এবছর পবিত্র ঈদুল আযহা বাড়িতেই উদযাপন করেছি/কাঠিয়েছি,(আসলে এখানে উদযাপন শব্দটা আমার জন্য বেমানন)
সারাদিন প্রায় বিছানায় কেঠেছে ভাববেন না অসুস্হ ছিলাম, আমি ঠিক সুস্হই ছিলাম কিন্তু মনটা বিষণ ভাল না লাগা ব্যাধিতে আক্রান্ত ছিল তাই............
সারকথা সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধা, দিন শেষে আনন্দ নামক ফলাফলের খাতা অনেক কষাকষির পর আমারর আনন্দের ফলাফল শূণ্য,এবছর ঈদের খুশি তৃপ্তিকর ভাবে পরিপূর্ণতা লাভ করতে পারি নি,
অর্থাৎ এবছর ঈদে আমার কোন আনন্দ হয়নি!!!
তবে একটা আনন্দ আছে, এবছর নিজের পশু ক্বোরবানি নিজের হাতেই করেছি আলহামদুলিল্লাহ।
#মাদ্রাসার ঈদ#
প্রতি বছর ঈদের সময় বিশেষ ভাবে ঈদের আনন্দ আর ২দাপ বাড়ানোর জন্য প্রায় প্রত্যেক কওমি অঙ্গনে অনুষ্টিত হয় আনন্দ অনুষ্টান যে অনুষ্টান ছাত্রদের বাড়ির কথা ভুলিয়ে রাখতে সিমাহীন ভুমিকা রাখে।ছাত্রাবাসের নিজ নিজ রুমে মোটামুটি একটা পার্টি হয় রোম মেটদের সাথে,সেটা ও কম ভুমিকা রাখেনা,এটা আমাদের বোডিংয়ে থাকা ছাত্রদের জাতিগত অধিকার, এ অধিকার শুধু ঈদে নয় ঈদ ছাড়া ও আমরা আদায় করি। আনন্দের মধ্যে সবচাইতে আনন্দদায়ক গোসল প্রতিযোগিতা অর্থাৎ রাতে কে কার আগে গোসল করবে,এটা হল আমাদের পৃতৃিত্ব্য অধিকার,আর সে অনুসারে আমরা ও তা পালন করি,ছোট বেলায় ও ঈদের কয়েকদিন পূর্ব থেকে ঘর বানানো হতো ঈদের রাতে দলবদ্ধ হয়ে নদীতে গোসল করার পর জ্বালানোর জন্য, যদি ও এখন একটু ব্যাতিক্রম ঘর বানানো হয় না শুধু গোসল করা হয়।
আর এ প্রতা ও প্রায় গ্রামগঞ্জ থেকে চলে যাচ্ছে,কারণ যত দিন যাচ্ছে মানুষ মানুষের মন মস্তিকের পরিবর্তন হচ্ছে, কিন্তু মাদ্রাসার বোডিংয়ের ছাত্ররা এ প্রতা ধরেই রেখেছে,আর রাখবে অনন্তকাল আশাবাদি।
কারণ এখানে এক গ্রাম বা এক গঞ্জের ছেলে না শত গ্রাম গঞ্জ থেকে আগত ছালে রয়েছে।
ঈদের সকালের শুরু থেকে নিয়ে মোটামুটি সারাদিন চামড়া কালেকশন চলে।
ধরতে পারেন এটাও আমাদের একটা বড় ক্বোরবানি বড় ধরনের সেক্রিফাইস। বাড়িতে না গিয়ে এ কাজগুলা করা কতটা আনন্দ দায়ক তারাই বুঝবে যারা আমার মত কয়েক বছর একাজ করার পর আজ না করে কতটা পিড়া দায়ক।
অবশেষে কাজ শেষে যখন বাড়িতে যাওয়ার সময় হয় তখন যে কতটা আনন্দায়ক মুহুর্ত সত্যিই আমি তা বুঝাতে অক্ষম। এটাই হল প্রকৃত ঈদের খুশি প্রকৃত ঈদ।
প্রিয় পাঠক:
মনে প্রশ্ন জাগতে পারে নিজ ফ্যামেলি মা বাবা ভাই বোন আত্মিয় সজন ছেড়ে আবার কিসের ঈদের আনন্দ?
জ্বি আপনার প্রশ্ন যথার্থ তার উত্তর হল মা বাবার ভালবাসা আমাদের পৃতৃিতুল্য উস্তাদরা তাদের স্নেহ ভালবাসা দ্বারা ভুলিয়ে দেন,আর ভাই বোনদের ভালবাসা, আমাদের মধ্যেই রয়েছেন শত শত ভাই যাদের ভালবাসা পেয়ে শুধু মুগ্ধ নয় আমরা অবাক ও হই যে নিজের ভাই নয় তবু ও এতো ভালবাসা, এটাই আমাদের উস্তাদদের দেয়া শিক্ষা এটাই আমাদের সভ্যতা এটাই আমাদের উত্তম নৈতিকতার পরিচয়।

No comments:
Post a Comment