Sunday, September 16, 2018

বার্তা প্রেরক. হা. লিয়াকত আলী                                        
আঙ্গুরা মুহাম্মদপুরে ছাত্র জমিয়ত জকিগঞ্জ জোন এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন:

<<<<…<<…>>>>>>>
১৬– ০৯ -২০১৮ ইংরেজীতে জামিয়া দারে জাদীদ মিলনায়তনে শাখার সভাপতি   মুফতি ইয়াহইয়া বিন আসআদ সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  হাফিজ মুখতার হুসাইন  এবং সাংগঠনিক  সম্পাদক হা: লিয়াকত আলীর যৌথ  পরিচালনায়


 জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর বিয়ানীবাজার সিলেট ‘র ছাত্র জমিয়ত জকিগঞ্জ জোন এর অভিষেক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
 শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন হা: মাহবুবুর রাহমান ও ইসলামী সংগীত পরিবেশন করেন আব্দুর রাহমান।
♦প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ছাত্র জমিয়ত জামিয়া শাখার সাংগঠনিক সম্পাদক হা:আব্দুল কুদ্দুস।
•♦বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হা: হুসাইন আহমদ।
 উপস্তিত ছিলেন সহ সভাপতি : হাফিজ মাওলানা আলী আহমদ, সহ সভাপতি মাষ্টার আনোয়ার হুসাইন ।সাবেক সাধারণ সম্পাদক : আব্দুল হাসিব
 সহ সাধারণ সম্পাদক : সাইফুর রারহমান
সহকারী সাংগঠনিক সম্পাদক : হাফিজ রশিদ আহমদ ,
 প্রচার সম্পাদক : আব্দুল্লাহ মাহফুজ , ,
 সহ প্রচার সম্পাদক : আলিম উদ্দীন ,
অর্থ সম্পাদক : মাহমুদুল হাসান ,
সাহিত্য সম্পাদক : হাফিজ মাহবুবুর রাহমান ,
সংস্কৃতি বিষয়ক সম্পাদক : আব্দুল মুহাইমিন ,
 অফিস ও পাঠাগার সম্পাদক : আব্দুর রাজ্জাক ,   সদস্য  জাহিদুল ইসলাম , ছায়েম আহমদ,  ইমরান আহমদ , আব্দুল হালীম ,সুলতান আহমদ আবু হুরায়রা সহ প্রমুখ।

No comments:

Post a Comment