সপ্ন দেখি আগামী দিনের।
সপ্ন!এমন একটি জিনিস যা,সবাই দেখে।কেউ সত্য সপ্ন দেখে আর কেউ অসত্য।যারা সত্য সপ্ন দেখেন তাদের জানাই সাধুবাদ আর যারা অসত্য সপ্ন দেখেন তাদের জানাই আগামী দিনে ভাল হবার পথ দেখার।আমার মতে সত্য সপ্ন যেমনঃ(১)ইসলামী শরীয়াহ মানার চিন্তা করা।
(২)মানুষকে ইসলামী শরীয়াহ এর উপর চালানোর চিন্তা করা।অর্থাৎ মানব জাতির সপ্নই হতে হবে ইসলামী শরীয়াহ এর উপর নিজে চলা ও অন্যকে চালানো।
অসত্য সপ্ন যেমনঃ(১)খারাপ কাজ করার চিন্তা করা ও তার বাস্তবায়িত করা।এক কথায় পৃথিবীর সমস্ত খারাপ কাজই হল অসত্য সপ্ন।
কেননা আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন দুটি ফিতরাত দিয়ে,(১)কেউ যদি চায় যে,সে সত্যের পথে চলতে তাহলে পারবে।(২)ঠিক তেমনি কেউ যদি চায় অসত্য পথে চলতে তাহলেও পারবে।এটাকে আল্লাহ তাঁর সৃষ্টির মধ্যেই দিয়েছেন।
এখন যারা সত্য সপ্ন দেখেন তারাই হলেন খাঁটি মানুষ। এই মানুষ গুলার চাওয়াই থাকে,কিভাবে মানুষদেরকে ইসলামী শরীয়াহ এর উপর চালানো যায়।এবং নিজে চলা যায়।আর এটাই তো উম্মতে মুহাম্মাদির কাজ।যারা এই কাজে নিজের জীবনকে বিসর্জন করতে পেরেছেন তারাই হবেন পরকালে ধন্য।এ গুলো বাস্তবায়নের ভিবিন্ন দিক রয়েছে।যেমনঃ(১)কাউমি মাদ্রাসা শিক্ষার দ্বারা(২)দাওয়াতে তাবলীগ দ্বারা(৩)ওয়াজ মাহফিল দ্বারা(৪)খানকার দ্বারা ইত্যাদি এ গুলো একটার সাথে অন্যটা এমনভাবে জড়িত যে,একটি বন্ধ হলে অন্যটি চলবেনা।যেমনঃ দরুন(আল্লাহ না করুন)আজ বাংলাদেশের সমস্ত কাউমি মাদ্রাসা বন্ধ হয়ে গেল।তখন স্বভাবতই দাওয়াতে তাবলীগ বন্ধ হয়ে যাবে।কেননা যদি কাউমি মাদ্রাসা থেকে শরীয়তের হুকুম-আহকাম না জানে তাহলে সে তাবলীগ চালাবে কি করে?এক্ষেএে আমি মনে করি আমাদের দেশে কাউমি মাদ্রাসা ছাড়া অন্য গুলি চলতেই পারেনা।কেননা কাউমি মাদ্রাসা হল এই সব গুলির চাবি।কারণ,কাউমি মাদ্রাসা থেকে যদি এই সব আলীম-উলামারা দ্বীন না শিখেন তাহলে বাকি সব গুলা অচল হয়ে পড়বে।এই বাংলাদেশে দ্বীন শিখানোর মত কেউ খুঁজে পাওয়া যাবেনা। কিন্তু দুঃখের বিষয় হল,আমার দেশে পশ্চিমা সভ্যতা নামে যে সভ্যতা আমদানি করা হয়।এই পশ্চিমা সভ্যতা ওয়ালারা আজ আমার দেশের মাদ্রাসা বন্ধ করতে চাইছে।চাইছে আমার প্রিয় দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে।কিন্তু আমরা তাদের সভ্যতাকে গ্রহণ করছি।অথচ তা আমাদের গ্রহণ করা উচিৎ নয়।আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন।
আজ আমাদের কিছু মানুষ সপ্ন দেখেন আগামী দিনের।
তারা চান আগামীতে কিভাবে মানুষদেরকে ইসলামী শরীয়াহ এর উপর চালানো যায়।আল্লাহ তাদের এই সপ্নকে বাস্তবায়িত করেন।এবং আমাদেরও উচিৎ তাদের সাথে কাজ করার।লেখা-পড়ার ফাঁকে ফাঁকে তাদের সাথে দাওয়াতে যাওয়ার। আল্লাহ আমাদের এই সব কাজ করার তাউফিক দিন।এবং সারা বিশ্বে ইসলামের পতাকা উড্ডীন করে দিন(আমিন)।
সুলতান আহমদ
No comments:
Post a Comment