শায়খ আব্দুল হাই রাহ. জোন এর অভিষক অনুষ্ঠান সমপন্নন
ছাত্র জমিয়ত জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর শাখার অঙ্গসংগঠন শায়খ আব্দুল হাই রাহ. জোন বিয়ানীবাজার শাখার কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান গতকাল আসরের নামাজের পর দারে জাদীদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সাহিত্য সম্পাদক, বিশিষ্ট ইসলামি মিডিয়া ব্যক্তিত্ব হাফিজ মাওলানা ফরহাদ আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সভাপতি হাফিজ মাওলানা মারুফুল হাসান ও ছাত্র জমিয়ত কুড়ারবাজার ইউনিয়নের সভাপতি মাওলানা সাহেদ আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম বিল্লাহ। স্বাগতবক্তব্যে নবগঠিত কমিটির সাহিত্য সসম্পাদক হাফিজ হামিদুল হক এমদাদ অতিথিবৃন্দদের বরণ করেন এবং সংগঠনিক অবকাঠামো নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ আহমদ- দায়িত্বশীলদের পদবিন্যাস করে সকল দায়িত্বশীলের কাজের ধরণ বুজিয়ে দিয়ে আগামীদিনের সকল কর্মসূচি আগ্রহচিত্তে পালন করার নির্দেশ দেন। বিশেষ অতিথির বক্তব্যে মারুফুল হাসান- সকল কর্মী ও সদস্যবৃন্দকে শপথনামা পাঠ করান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কার্যনির্বাহী পরিষদের সবাই নিজ দায়িত্ব বুঝে নিয়ে দায়িত্বপালনে অঙ্গীকারাবদ্ধ হন। সবশেষে ছাত্র জমিয়ত জামেয়া শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল কুদ্দুসের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
No comments:
Post a Comment