ক্বওমী সনদের স্বীকৃতি বাস্তবায়নে সরকারকে অভিনন্দন জানিয়ে সিলেটে এদারা বোর্ড'র শোকরানা মিছিল।
কওমী মাদরাসা সনদ'র সরকারী স্বীকৃতির চুড়ান্ত বিল সংসদে পাশ হওয়ায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়ে আজ রবিবার, বাদ জুহর নগরীর প্রধান প্রধান সড়ক দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া রেঙ্গার বিশাল কাফেলা সহ বিভিন্ন মাদরাসা থেকে বিশাল বিশাল শোকরানা মিছিল এসে সিলেট কোর্ট পয়েন্টে প্রস্তুতি সভায় মিলিত হয়।
বোর্ড'র চেয়ারম্যান আল্লামা শায়খ জিয়া উদ্দিন'র সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা আব্দুল বছির'র পরিচালনায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা'র মুহাদ্দিস মাওলানা তালেব উদ্দিন শমশেরনগরী।
বোর্ড'র পরিদর্শন ও প্রকাশনা সম্পাদক মাওলানা এনামুল হক। মাওলানা ইউসুফ খাদিমানী। জামেয়া রেঙ্গার শিক্ষক মাওলানা ফজলুর রহমান মাধবপুরী। দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি কে এম তাহমীদ হাসান। রেঙ্গা আঞ্চলিক শাখা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আহমেদ সাঈদ সহ সিলেটের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক ও ছাত্ররা।
মিছিলটি শেষে নগরীর চৌহাট্টা পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। এবং সভাপতির সমাপনি বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে মিছিল ও পথসভার সমাপ্তি ঘটে।


No comments:
Post a Comment