Thursday, September 13, 2018

ছাত্র জমিয়ত জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের সংবর্ধনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন!
===================
অদ্য ১৩সেপ্টেম্বর,বৃহস্পতিবার,দুপুর ২ঘটিকায় ছাত্র জমিয়ত জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের উদ্যোগে জামিয়ার দ্বারে কাদিম মসজিদে শাখা সভাপতি সাজিদুর রাহমান সাজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাঃসাদিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায়
#প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি,মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন হাফিঃ।

#সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর সহসাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল বদরুল সাহেব।
তিনি জামিয়াস্থ ছাত্র জমিয়তের কার্যালয় পরিদর্শন করেন।

#প্রধান প্রশিক্ষক হিসাবে আলোচনা করেন যুব জমিয়ত সিলেট জেলার সহসভাপতি মাওলানা জফির উদ্দিন।
বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সংগ্রামী সভাপতি হাঃমাওলানা ফরহাদ আহমদ।
পরিশেষে শাখা সভাপতি সাজিদুর রাহমান সাজিদের নসিহত ও দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি হয়।


No comments:

Post a Comment