Sunday, September 23, 2018

তারেক মনোয়ার ভাই

..........Rezaul Karim Abrar
তারেক মনোয়ার ভাই এককালের দেশের জনপ্রিয় ইসলামি সংগীত শিল্পী। তার কিছু নাত এখনো আমাদের অন্তরে ঢেউ তুলে। শিল্পী হিসাবে তারেক মনোয়ার আমার পছন্দের একজন। অবসর পেলে এখনো মাঝে মাঝে গুনগুনিয়ে গেয়ে উঠি “এলো কে কাবার দ্বারে আধার চিরে চিনিস নাকি রে।”
সাঈদি সাহেব কারান্তরীন হওয়ার পর থেকে শিল্পী তারেক মনোয়ার হয়ে গেলেন বক্তা তারেক মনোয়ার! কিছু দিনের মাঝে শায়খ তারেক মনোয়ার! বক্তা হয়েই শুরু করলেন একেরপর এক লাগামহীন বক্তব্য প্রদান। শুরুতেই মুসলমানের পবিত্র কালেমায় শিরক খুঁজে পেলেন ওনি! মারাত্মক মূর্খতাপূর্ণ এবং ভ্রষ্টতাপূর্ণ কথা তিনি জনসমক্ষে প্রচার করতে থাকলেন। অথচ হাদিস, তাফসির এবং ফিকহের কিতাবের পাতায় পাতায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এ কালেমা! আমাদের পক্ষ থেকে দলিল প্রমাণসহ বারবার বিষয়টি উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমার জানামতে তারেক মনোয়ার ভাই এখনো তার বক্তব্য প্রত্যাহার করেননি। তার বক্তব্য শুনে যদি কেউ বিভ্রান্ত হয়, তাহলে ওই গুনাহের ভার অবশ্যই তারেক মনোয়ার ভাইকে বহন করতে হবে।
ভাবছিলাম হয়ত ভুলে তিনি এমন বক্তব্য প্রদান করেছেন! কিন্তু দিন দিন তার স্পর্ধা আরো বাড়তে থাকল। একেরপর বিতর্কিত বক্তব্য প্রদান করতেই থাকলেন। ঈদের তাকবির বিষয়ে যেখানে ভুরি ভুরি সহিহ দলিল রয়েছে, সেখানে তারেক মনোয়ার ভাইয়ের চরম হাস্যকর এবং মূর্খতপূর্ণ বক্তব্য শুনে খুব অবাক হয়েছিলাম! এমন নির্লজ্জ মিথ্যাচার মানুষ করতে পারে! বিভিন্ন মাসআলায় হানাফি মাজহাব নিয়ে তার মূর্খতাপূর্ণ বক্তব্য দেখে আমরা আশ্চর্য হয়েছি। সামান্য পড়াশুনা না করেও মানুষ এমন বুক ফুলিয়ে মিথ্যা কথা বলতে পারে!
তারেক মনোয়ার ভাই সাঈদি সাহেবকে চাঁদে পাঠিয়েছিলেন! তিনি বলেছিলেন আমাদের দেশে পাণ্ডা মৌলভিরা এটা স্বীকার করে না! আমি চিন্তা করি যে, তিনি এতো হিংসা নিয়ে রাতে ঘুমান কীভাবে? একটি ডাহা মিথ্যা কথাকে প্রমাণ করতে গিয়ে তিনি পুরো দেশের সকল আলেমদের পাণ্ডা গালি দিয়ে দিলেন? তারেক মনোয়ার ভাইয়ের জন্য উচিৎ ছিল, এই কথা বলার আগে পাবনায় গিয়ে নিজের ব্রেন পরীক্ষা করানো! আসলেই কি তিনি ঠিক আছেন? নাকি তার ছিড়ে যাওয়ার কারণে আবোল-তাবোল বকবক করছেন!
সর্বশেষ শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দা.বা. কে তিনি ‘গাদ্দার’ বলে গালি দিয়েছেন! তারেক মনোয়ার ভাইয়ের এমন আচরণে আমি মোটেও কষ্ট পাই না। তাদের অনুসৃত ব্যক্তি মওদুদি সাহেবের কলম থেকেতো নবি এবং সাহাবিরা মুক্তি পাননি! যিনি কলমের আঘাতে রক্তাক্ত করতে চেয়েছেন মুসা আ., ইউনুস আ. কে, রক্তাক্ত করতে চেয়েছেন মুয়াবিয়া এবং মুগিরা বিন শুবা রা. এরমত শীর্ষস্থানীয় সাহাবাদের, তার একজন অনুসারী যদি আল্লামা শাহ আহমদ শফিকে গালি দেয়, সেটা আমরা তোড়াই কেয়ার করি! তারেক মনোয়ার ভাই যদি এখানে স্বীকৃতির পক্ষ নিতেন, তাহলে আমি অবাক হতাম!
তারেক মনোয়ার ভাই! আপনাদের হিংসা আমাদের বুনো আনন্দ দিচ্ছে! আপনার মত হিংসুকরা বেঁচে থাকা জরুরী। কারণ হিংসুকের হিংসা আমাদের কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। তবে যেহেতু আমি সংগীতের ভক্ত, এজন্য দোয়া করা মৃত্যুবরণের আগে আল্লাহ যেন আপনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পতাকাতলে আসার তাওফিক দান করেন। অন্তত নবি বিদ্বেষি এবং সাহাবা বিদ্বেষি হয়ে কবরে যেতে না হয়।

No comments:

Post a Comment