Sunday, September 2, 2018
আচ্ছা,ভালোবাসা বুঝতে শত বছর লাগে নাকি?
আরে না!ভালোবাসা বুঝতে কেবল একটি মুহূর্ত 'ই যথেষ্ট।ভালোবাসতে দিনের পর দিন,রাতের পর রাত কথা বলতে বলতে কাটিয়ে দিতে হয় বুঝি?তাও না!
ভালোবাসতে কেবল একটি অনুভূতি 'ই যথেষ্ট!কেবল একটি অনুভূতি..তবে কি ভালোবাসতে তোমার শরীর দরকার পড়ে??না,না! ভালোবাসতে শরীর লাগে না,ও'সব ত চাহিদা..চাহিদা কি আর ভালোবাসা হয়?
ভালোবাসতে কেবল তোমার একটু ডাগর আঁখির চাহনি 'ই যথেষ্ট..ভালোবাসতে কেবল একটি মন দরকার;মন...
যেমন তেমন মনে তো আর ভালোবাসা চাষ হয় না।
তাহলে সবাই ভালোবাসার মালিক হয়ে যাবে যে!
সবাই বলে ভালোবাসি..অথচ কেউ বুঝেনি ভালোবাসা কি!ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়,;যায় না...সবার টা যদি ভালোবাসা হতো তাহলে কি কারো চোখ জল জমে চোখ ঝাপসা হতো?হতো না..রাতটা কি তবে নির্ঘুম হতো? হতো না...বুকটা অত চিনচিন ব্যথা 'ও করত না !তাই বলি,আজকালকার ভালোবাসা গুুলো ভালোবাসা না,বেশির ভাগই চাহিদা;ভোগের,লালসার...
তাই বলি সবাই ভলোবাসতে 'ই পারে না!কেবল কিছু মানুষ ভালোবাসতে পারে,ভালোবাসাতে পারে..
সবার বুকে ভালোবাসা জন্মে না,সবার বুক অত উর্বর না! এটাই #বাস্তবতা
Subscribe to:
Post Comments (Atom)
-
আব্দুর রহমান মাদানী......... →মাদরাসা পড়ুয়া মেয়ে বিয়ে করবেন কেন? মাদরাসা পড়ুয়া ছেলেদের প্রতি মাদরাসা পড়ুয়া মেয়েদের হৃদয়ের...
-
নিজস্ব প্রতিবেদন ঃ রেদওয়ান আহমদ *বিয়ানীবাজারে জামিয়া ক্বাসিমুল উলূম মেওয়া মাদরাসায় খতমে বোখারী অনুষ্ঠিত; শেষ দরস প্রদান করলেন, খলিফায়ে...
-
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহ. : জীবন ও কর্ম আকাবির-আসলাফ, ইতিহাস ঐতিহ্য Leave a comment তাঁর মূল নাম তাজুল ইসলাম। পিতার নাম মাওলানা...

No comments:
Post a Comment