মাফুজ সাহেব.........
সিলেটের কোনো এক প্রতিবাদী সমাবেশ ছিল এটি। সম্ভবত সেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে হয়েছিল। হক্কানি উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ নেতৃত্বে আন্দোলন হয়েছিল তখন। সভা মঞ্চে প্রথম সারীতে আসন অলংকৃত করে যেসব মনীষী বসে আছেন; তাঁদের অনেকেই আজ এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আপন মাওলার সান্নিধ্যে পাড়ি জমিয়েছেন। বাম দিক থেকে:
* প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রাহমান রাহিমাহুল্লাহ
* সদরে এদারা (সাবেক), শায়খুল হাদিস মাওলানা হোসাইন আহমদ বারকুটি রাহিমাহুল্লাহ
* জয়িমুল কওম মাওলানা হাবিবুর রাহমান রাহিমাহুল্লাহ
* শায়খুল হাদিস মাওলানা আউলিয়া হোসাইন সাহেব হাফিযাহুল্লাহ (অধমের আব্বাজান)
* এদারা বোর্ডের দীর্ঘদিনের সেক্রেটারি, শায়খুল হাদিস মাওলানা আবদুল বাসিত বরকতপুরি রাহিমাহুল্লাহ
* শায়খ মাওলানা শফিকুল হক আমকুনি সাহেব হাফিযাহুল্লাহ
* সদরে এদারা (বর্তমান), মুফাক্কিরে ইসলাম শায়খ মাওলানা যিয়া উদ্দিন সাহেব হাফিযাহুল্লাহ
* হজরত মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তা হাফিযাহুল্লাহ
দোয়া করি, আল্লাহ তায়ালা মৃত হজরতদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং জীবিত হজরতদের সুস্বাস্থ্য সহ দীর্ঘ হায়াত দান করুন। আমিন।

No comments:
Post a Comment