আত্মীয়
সুলতান আহমদ
=_=_=_=_==_=_ =_=_==_=_=_=_=
আত্মীয়,শব্দটা আত্মা থেকে নির্গত।
অর্থাৎ আত্মীয় এমন কাউকে বলে যার সাথে আত্মার মিল রয়েছে।আত্মীতার সম্পর্ক হচ্ছে তাই।
আত্মীয় কাকে বলে জানলাম।
এখন আত্মীয়তা কত গভীর একটি সম্পর্ক, যা টিকিয়ে রাখা আমাদের কর্তব্য।
আমাদের জীবনের কর্তব্যগুলোর মধ্যে একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখা।
এটি একটি গুরুত্বপূর্ণ কাজ।আর এই আত্মীয়তা টিকিয়ে রাখার জন্য আমাদের পায়ারে নবী(সঃ)ও তাকিদ দিয়েছেন। এটি কত গুরুত্বপূর্ণ কাজ তা তো বুঝা যায়ই।
যদি এটি গুরুত্বপূর্ণ না হত,তা হলে নবী(সঃ)আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বলতেননা।
আর আত্মীয়তা ছিন্ন করা কত বড় মারাত্মক অপরাধ তা আমরা একটু জেনে নেই।
নবীজী(সঃ)বলেছেন।আত্মীয়তা ছিন্নকারী শয়তানের ভাই।
আহ!আমরা কতনা আত্মীয়ের সাথে দুর্ব্যবহার করি।
আমি যদি একটু সাবলম্বী হই,তাহলে আমাদের গরিব আত্মীয়দের আমরা মানুষই মনে করিনা।তাদের অবজ্ঞা করি।তুচ্ছ-তাচ্ছিল্য করি,তাতে আমাদের বিবেক একটুও বাঁধেনা।
আমরা বিলাসিতা করি অথচ সে অনাহারে দিন কাটাচ্ছে।
তার কী খবর রাখছি?
অথচ আমাদের উপর তাদের কত হক্ব রয়েছে।আমরা কী তা পালন করছি?
একটু ভাবুন,তাদের প্রতি সদয় হোন।তাদের হক্ব আদায় করুন।
আল্লাহ আমাদের কে আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার তাউফিক দান করুন এবং তাদের হক্ব সমূহ সঠিক ভাবে আদায় করার তাউফিক দান করুন।

No comments:
Post a Comment