গল্প-
অপেক্ষা-
সুলতান আহমদ
শেষ পর্ব=^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_
★একদিন তাহসান কোন এক কাজে শহরের বাহিরে গিয়েছিল।রাত ও অনেক হয়ে গেছে।
ফেরার পথে এত ঝড়তুফান যে,রাস্তায় গাড়ী-ঘোড়া কিছুই নেই।কোন উপায় না দেখে সে এক বাড়ির দিকে গেল।গিয়ে দেখে এটা বাড়ি নয়,অনাথ আশ্রম।
সে আশ্রমে উঠেই একটি পিচ্চি মেয়েকে দেখতে পেল।আর আশ্রমের অন্য বারান্দায় ঠিক তার তাযকিয়ার মত একজন মহিলা দেখতে পেল।
সে পিচ্চি মেয়েটাকে বলল মামণি তোমাদের এখানে কি আমি আজ রাতের জন্য থাকতে পারি?তোমাদের মেডামকে একটু ডাক।সে গিয়ে মেডামকে বলল;তাযকিয়া বের হয়ে সামনে আসতেই অবাক এ কি!
★তার পর।
সব কিছু জানবার পর তাহসান তাকে নিতে চাইল কিন্তু তাযকিয়া যেতে রাজিনা।সে তার এই মুখ কাউকে দেখাবেনা।তারপর তাহসান আর ঐ ভদ্র মহিলার অনুরুদে সে যেতে রাজি হল।

No comments:
Post a Comment