Wednesday, October 24, 2018

        গল্প-
                অপেক্ষা-
                              সুলতান আহমদ


২ পর্ব=^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_
★কয়েক দিন পর।
তাযকিয়া যাবে পিত্রালয়ে।তাহসানের মা তাহসানকে বললেন,বৌ মা কে নিয়ে যা,কিন্তু তাযকিয়া চায়না যে,তাহসান তার সাথে যাক।
সে রাস্তায় গিয়ে তাহসানকে বলল;আপনি আমাকে নিয়ে দেয়া লাগবেনা,আমি একাই যেতে পারব।
তাহসানকে ছেড়ে সে একাই একটি C.N.Gতে উঠল।তাহসান তার পিছু পিছু মোটরবাইক নিয়ে যাচ্ছে। তাহসান তাযকিয়ার পিছু যাচ্ছে দেখে,তাযকিয়া C.N.G থামিয়ে তাহসানকে আচ্ছামত গাল-মন্দ করে তাড়িয়ে দিল।
★তাহসান বাড়ি এসে তার শাশুড়ি আম্মাকে ফোন দিয়ে যানতে চাইল তাযকিয়া বাড়িতে গিয়েছে কি না?
শাশুড়ি আম্মা বললেন না!সে তো আসেনি।কি হয়েছে বাবা?তাহসান সব খুলে বলল।
তাহসান মহা চিন্তায় পড়ল।কোথায় গেল ও।অনেক খুঁজাখুঁজির পরও তার সন্ধান মিলল না।
যে দিন তাযকিয়া গিয়েছিল ঐ দিন রাতে তাযকিয়ার ফোন থেকে তাহসানের ফোনে একটা S.M.S এল যে,আমি সাহেদের সাথে এসে গেছি।তাই আমাকে আর খুঁজিয়োনা।S.M.Sটা দিয়েছিল সাহেদ।তাহসান বিষয়টা বুঝতে পারল।
★কিন্তু সাহেদ যে,এত নিকৃষ্ট তাযকিয়া তো আর আগে জানতোনা।তার বান্ধবীরা তাকে কত করে বলেছেন যে,সাহেদ ছেলেটা ভালনা,সে খারাপ। আরো কত কিছু,কিন্তু'চোরে কি শুনে ধর্মের কাহিনী'
আজ তাযকিয়া হাড়ে-হাড়ে টের পাচ্ছে যদি তার বান্ধবীদের কথা শুনত।
★সাহেদ তাযকিয়াকে কিডন্যাপ করেছে বাহিরা দেশে পাচার করার জন্য।তাযকিয়ার ভাগ্য ভাল,সাহেদ যে ফ্লাটে তাকে নিয়ে উঠেছে ঐ ফ্লাটের পাশের ফ্লাটে একজন ভদ্র মহিলা সাহেদের চলা-ফেরা দেখে সন্দেহ হল।
এমনকি মাঝে-মধ্যে কোন এক মহিলার চিৎকার ও শুনতে পেতেন।তাই তিনি পুলিশ এনে তাযকিয়াকে উদ্ধার করেন।কিন্তু সাহেদকে পাননি সে পালিয়েছে।
★তাযকিয়ার মুখ থেকে সবকিছু শুনে ঐ মহিলা দুঃখ প্রকাশ করলেন।
এবং বললেন তুমি যদি চাও তাহলে আমি তোমাকে তোমার স্বামীর কাছে পাঠিয়ে দেব।সে বলল না,আমি আমার এই মুখ তাদের দেখাতে চাইনা।
আপনি আমাকে একটা চাকরী দেবেন?ঐ ভদ্র মহিলা উনার অনাথ আশ্রমে তাকে চাকরী দিলেন।
★দু'বছর পর।
দেখতে দেখতে দু'বছর কেঠে গেল।তাহসানের শাশুড়ি কত করে তাকে বললেন,বাবা তুমি একটা বিয়ে করে নাও।কিন্তু তাহসান আজো তার তাযকিয়ার অপেক্ষায়।        গল্প-
                অপেক্ষা-
                              সুলতান আহমদ
২ পর্ব=^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_
★কয়েক দিন পর।
তাযকিয়া যাবে পিত্রালয়ে।তাহসানের মা তাহসানকে বললেন,বৌ মা কে নিয়ে যা,কিন্তু তাযকিয়া চায়না যে,তাহসান তার সাথে যাক।
সে রাস্তায় গিয়ে তাহসানকে বলল;আপনি আমাকে নিয়ে দেয়া লাগবেনা,আমি একাই যেতে পারব।
তাহসানকে ছেড়ে সে একাই একটি C.N.Gতে উঠল।তাহসান তার পিছু পিছু মোটরবাইক নিয়ে যাচ্ছে। তাহসান তাযকিয়ার পিছু যাচ্ছে দেখে,তাযকিয়া C.N.G থামিয়ে তাহসানকে আচ্ছামত গাল-মন্দ করে তাড়িয়ে দিল।
★তাহসান বাড়ি এসে তার শাশুড়ি আম্মাকে ফোন দিয়ে যানতে চাইল তাযকিয়া বাড়িতে গিয়েছে কি না?
শাশুড়ি আম্মা বললেন না!সে তো আসেনি।কি হয়েছে বাবা?তাহসান সব খুলে বলল।
তাহসান মহা চিন্তায় পড়ল।কোথায় গেল ও।অনেক খুঁজাখুঁজির পরও তার সন্ধান মিলল না।
যে দিন তাযকিয়া গিয়েছিল ঐ দিন রাতে তাযকিয়ার ফোন থেকে তাহসানের ফোনে একটা S.M.S এল যে,আমি সাহেদের সাথে এসে গেছি।তাই আমাকে আর খুঁজিয়োনা।S.M.Sটা দিয়েছিল সাহেদ।তাহসান বিষয়টা বুঝতে পারল।
★কিন্তু সাহেদ যে,এত নিকৃষ্ট তাযকিয়া তো আর আগে জানতোনা।তার বান্ধবীরা তাকে কত করে বলেছেন যে,সাহেদ ছেলেটা ভালনা,সে খারাপ। আরো কত কিছু,কিন্তু'চোরে কি শুনে ধর্মের কাহিনী'
আজ তাযকিয়া হাড়ে-হাড়ে টের পাচ্ছে যদি তার বান্ধবীদের কথা শুনত।
★সাহেদ তাযকিয়াকে কিডন্যাপ করেছে বাহিরা দেশে পাচার করার জন্য।তাযকিয়ার ভাগ্য ভাল,সাহেদ যে ফ্লাটে তাকে নিয়ে উঠেছে ঐ ফ্লাটের পাশের ফ্লাটে একজন ভদ্র মহিলা সাহেদের চলা-ফেরা দেখে সন্দেহ হল।
এমনকি মাঝে-মধ্যে কোন এক মহিলার চিৎকার ও শুনতে পেতেন।তাই তিনি পুলিশ এনে তাযকিয়াকে উদ্ধার করেন।কিন্তু সাহেদকে পাননি সে পালিয়েছে।
★তাযকিয়ার মুখ থেকে সবকিছু শুনে ঐ মহিলা দুঃখ প্রকাশ করলেন।
এবং বললেন তুমি যদি চাও তাহলে আমি তোমাকে তোমার স্বামীর কাছে পাঠিয়ে দেব।সে বলল না,আমি আমার এই মুখ তাদের দেখাতে চাইনা।
আপনি আমাকে একটা চাকরী দেবেন?ঐ ভদ্র মহিলা উনার অনাথ আশ্রমে তাকে চাকরী দিলেন।
★দু'বছর পর।
দেখতে দেখতে দু'বছর কেঠে গেল।তাহসানের শাশুড়ি কত করে তাকে বললেন,বাবা তুমি একটা বিয়ে করে নাও।কিন্তু তাহসান আজো তার তাযকিয়ার অপেক্ষায়।

No comments:

Post a Comment