সুলতান আহমদ
প্রিয়!
তুমার সাথে আমার তো কোন ভিবেদ নেই।
তুমি তো আমার আত্মার প্রিয়।
হয়তো আমার কাছ থেকে কোন কারণে তুমি কষ্ট পেয়েছ।
যদিও সত্যি তুমাকে কষ্ট দেয়া আমার উদ্দেশ্য ছিলনা।
যানি তুমি কষ্ট পেয়েছ,হৃদয়ে তুমার আঘাত লেগেছে।
এর জন্য আমি নিজেই দুঃখিত। প্রিয় আমাকে ক্ষমা করে দিয়,আল্লাহ কা ওয়াস্তে।
হয়তো অন্য কারণে,অন্য কারো উদ্দেশ্যে বলেছিলাম,কষ্ট পেয়েছ তুমি।
এ গুলো তো ক্ষমাযোগ্য।আমি ক্ষমা প্রার্থী তুমার কাছে ক্ষমা করে দিয়।

No comments:
Post a Comment