অপেক্ষা-
সুলতান আহমদ
প্রথম পর্ব=^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_
অপেক্ষা হল শুদ্ধতম ভালবাসার একটি চিহ্ন।
সবাই ভালবাসি বলতে পারে
কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালবাসা প্রমাণ করতে পারেনা।
"অপেক্ষা"শুধুই একটি শব্দ,যার মর্ম তারাই বুঝে যারা এই শব্দের মধ্যেপড়ে।
★কাল তাহসানের বিয়ে।
কি যে আনন্দ আজ তার তা কেবল সে-ই জানে।সে তার সপ্নের রানীকে পাবে আগামীকাল।তাহসানের বাড়িতে চলছে ধুমধাম উৎসব।হৈ- হুল্লুড়ে বাড়িটা আজ যেন কোন পিকনিক সেন্টার।
এদিকে তাহসানের অবস্থা নাজেহাল।শুধু অপেক্ষা আর অপেক্ষা।রাতটা যেন শেষ হচ্ছেনা।রাত্রিটা যেন তার কাছে অন্য দশ রাত্রির সমান মনে হচ্ছে।
সে অপেক্ষায় আছে কবে সকাল হবে,আর সে তার সপ্নের মানুষকে পাবে।
এদিকে তার সপ্নের রানী তাযকিয়াদের বাড়িতেও মহা উৎসব হচ্ছে।
★আজ,তাহসানও তাযকিয়ার বিয়ে।
তাযকিয়াদের বাড়ির লোকেরা অপেক্ষায় আছে কবে বর আসবে?
বর আসলেন।বিয়েটা হয়ে গেল তাদের।
আক্বদ অনুষ্ঠান শেষ করে তারা কনে কে নিয়ে গেল।
★আজ তাদের বাসররাত।
কত সপ্ন তাহসানের,সে ঘরে ঢুকেই কনে কে উদ্দেশ্য করে সালাম দিল।
সালামের উত্তর ও এল।
সালামের উত্তর দেয়ার পর তাহসান কথা বলার পূর্বেই তাযকিয়া বলে উঠল আপনার সাথে আমার কয়েকটি কথা আছে।
তাহসান অবাক না হয়ে পারলনা।আজকের এই রাতে আমি কথা বলার আগে কি এমন কথা যা,ও বলতে চায়!
তাহসান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাযকিয়ার দিকে।
কি বলতে চায় তাযকিয়া?কি এমন কথা যা আমি কথা বলার আগেই বলতে হবে তাকে?
এমন অনেক প্রশ্ন ঘোরপাক খাচ্ছে তাহসানের মনে।
তাযকিয়া বলল;কি হল আপনি কিছু বলছেন না যে?
তাহসান কল্পনার জগত থেকে বাস্তবে ফিরে এল।
সে বলল হ্যা বলুন আপনার কি কথা।
★তাযকিয়া এবার বলা শুরু করেছে।
তাযকিয়া বলছে আজ আপনাকে একটা কথা বলব,আমার কথাটা রাখবেন?
তাহসান বলল,হ্যা বলুন আপনার কথা।
তাযকিয়া বলল,দয়া করে আপনি আমাকে স্পর্শ করবেননা। আমার সাহেদের সাথে রিলেশন আছে।আমি শুধু ওর।আর কারো নয়।
প্লিজ, আপনি আমার উপর স্বামীর অধিকার খাটাবেন না।
তাহসান নিরব,এ কি শুনছে সে!
সকল কল্পনা-জল্পনার অবসান ঘটল তার।
সে বলল;ঠিক আছে আমি তুমার উপর অধিকার স্থাপিত করবনা।আমরা আপাতত বন্ধু হয়ে থাকতে পারি।
তবে তাযকিয়া তুমার প্রতি আমার একটি কথা,তুমি আমার পরিবারকে এ সম্পর্কে কিচ্ছু বলবেনা।তারা যেন কিছুই যানতে না পারে।

No comments:
Post a Comment