Md Kholilur Rahman
একজন কিংবদন্তি৷ অকুতোভয়৷ সিংহপুরুষ৷ সিপাহসালার এবং একটি প্রতিষ্ঠান, একটি আন্দোলন, একটি সংগ্রাম ও বিপ্লবের নাম আল্লামা নূর হোসাইন কাসেমী৷
তাঁর মতো সাহস ও হিম্মত সকলের হয়না৷ পর্বতসম দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে যান দেশ ও মুল্লাতের যে কোনো সংকটময় মুহূর্তে৷ গর্জে উঠেন এ মর্দ্দেমুজাহিদ৷ কারো রক্ত চক্ষু পরোয়া করেন না তখন৷ অসুস্থতার ভারে অনেকটা ন্যুব্জ৷ দুর্বল শরীর নিয়েও ঈমান ও দেশরক্ষার আন্দোলনে টগবগে যুবকের মতো বুক টান করে দাঁড়িয়ে যান৷ কখনো হুইল চেয়ারে বসে মিছিলের নেতৃত্ব দেন তিনি৷
আমি অবাক ও বিষ্মিত হই তাঁর সাহস এবং হিম্মত দেখে৷ কিভাবে এতো সাহস করতে পারেন একজন দূর্বল-বৃদ্ধ মানুষ! নিশ্চয় এর পেছনে ভিন্ন কোনো শক্তি আছে৷ হ্যাঁ অবশ্যই৷ এটা তাঁর ঈমানী ও আধ্যাত্মিক শক্তি৷ যে শক্তির সামনে পৃথিবীর সকল শক্তি গৌন এবং পরাজিত৷
তাঁর সকল কাজেই রয়েছে ঈমানী ও জাতীয় স্বার্থ৷ একজন নূর হোসাইন কাসেমী-ই, যার কোনো কাজে ব্যক্তিস্বার্থ নেই৷ ইসলাম, মুসলমান ও দেশ-জাতির প্রয়োজনে নিঃস্বার্থভাবে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন তিনি৷ তাই কারো সমালোচনা এবং রক্তচক্ষুতে ভয় নেই তাঁর৷ কোনো কাজে হাত দিলে পেছনে ফিরে তাকান না কখনো৷ ইস্পাত দৃঢ়তা নিয়ে এগিয়ে যাচ্ছেন! আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ এবং সাহায্যই হচ্ছে তাঁর আসল পূঁজি৷
দেশ-জাতি, ইসলাম ও মুসলমানদের প্রয়োজনে আল্লামা কাসেমীর মতো মানুষ যুগ যুগ ধরে বেঁচে থাকার প্রয়োজন৷ দেশ ও জাতির চরম দূর্দীন ও কঠিন এ ক্রান্তিলগ্নে আল্লামা নূর হোসাইন কাসেমীর দূরদর্শী যোগ্য নেতৃত্বের বিকল্প নেই৷ দ্বীনের এই উজ্জল নক্ষত্রের সুস্বাস্থ্য, সুস্থ্যতা ও দীর্ঘ হায়াত কামনা করি! আমীন!!

No comments:
Post a Comment