Friday, October 19, 2018


অশ্রুসিক্ত আখি!

গতকাল থেকে হুজুর অসুস্থ। মারাত্মক ডাইরিয়া। সকালে বিছানা থেকে উঠতে পারছিলেন না। ধরে ধরে উঠাতে হল। যখন প্রিন্সিপাল সাহেবের ওফাতের খবর দেওয়া হল, রুগাক্রান্ত চেহারাটা আরো ফ্যাকাসে হয়ে গেলো। দু'ফুটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়লো। যেন একেবারে আপন কাউকে হারিয়েছেন। সারাদিন হা-হুতাশ করতে দেখা গেলো। শেষপর্যন্ত চেষ্টা করলেন জানাজায় শরিক হওয়ার, কিন্তু পারলেন না। অবশেষে আসরের পর দ্বারে ক্বাদিম মসজিদে ছাত্রদের নিয়ে কোরআন শরিফ খতম করলেন। দোয়ার পুর্বে কিছুক্ষণ প্রিন্সিপাল সাহেবের জীবনী আলোচনা করে আবেগাপ্লুত হয়ে পড়েন। এই সামান্য আলোচনায় ফুটে উঠলো প্রিন্সিপাল সাহেব আমাদের জন্য কতবড় নেয়ামত ছিলেন। হুজুর বার বার বলছিলেন "প্রিন্সিপাল সাবকে আল্লাহ কবুল করে নিয়েছেন" তাঁর সাহসিকতা আলোচনা করতে গিয়ে অনেক স্মৃতিচারণ করেন। বিশেষত কাজির বাজারের প্রতিষ্ঠা, আইন-শরিয়ত সম্মেলন, তাসলিমা খেদাও আন্দোলন, শাবির মুর্তি বিরুধী আন্দোলন ইত্যাদি উল্লেখ করেন। পরিশেষে সালেহ আহমদ সালিক কালিগঞ্জি হুজুর দোয়া করেন।
রাব্বে কারিমের কাছে আবেদন, তিনি যেন প্রিন্সিপাল সাহেবকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আর হুজুরকে দীর্ঘায়ু দান করেন। আমিন,,,,
লেখক...
আব্দুল আহাদ রাহিন
সাধারন সম্পাদক.....আল হিলাল ছাত্র সংসদ
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর

No comments:

Post a Comment