সপ্ন পূরণ
সুলতান আহমদ
<><><><><১ম পর্ব ==^== <><><><><><>
মারুফ,সে তার মায়ের সপ্ন পূরণ করতে কি পারবে?
রুমানা;গ্রামের আজ-পাড়া গায়ে তার বাড়ি।হেসে খেলে দিন কাটে তার।কারণ এখনো তো সে ৬/৭ বছরের ছোট্র শিশু।
এখন সে স্কুলে যাওয়া ও শুরু করে দিয়েছে।
গরিবের মেয়ে,সে তো আর ইংলিশ মিডিয়ামে যেতে পারবেনা।
গ্রামের জীর্ণশীর্ণ এক প্রাইমারী স্কুলে ভর্তি হল।প্রাইমারী পড়া শেষ করে পাশের গ্রামের এক হাইস্কুলে ভর্তি হল রুমানা।
রুমানা;খুব সহজ-সরল একটা মেয়ে।
এখন সে বড় হয়ে গেছে।আজ s.s.c পরিক্ষা শেষ হল রুমানার।সে অনেক খুশি। রিজাল্ট বের হওয়ার পর কলেজে পড়া লেখা করবে।
কিন্তু সে যে গরিবের মেয়ে,সে কি পারবে কলেজে পড়তে,তার কি কলেজে পড়ার সপ্ন পূরণ হবে?
এদিকে বাবা তার বিয়ের কথা ভাবছেন,মেয়েটা বড় হয়ে গেছে বিয়ে তো দিতেই হবে।
রুমানার জন্য একটা ভাল সম্মন্ধ এল।ভাল পরিবার।সব কিছু ঠিক -ঠাক আছে।গরিবের মেয়ে সে,ধনী-বড়লোক কেউতো আর আসবেনা।তাদের মতই একজন।
আজ রুমানার বিয়ে।তার কলেজে পড়ার সপ্ন, সপ্নই থেকে গেল।
স্বামীর বাড়ি ভালই দিন কাটছিল তার।বছর দুয়েক পর রুমানার উদরে জন্ম নিল এক ফুটফুটে ছেলে সন্তান।
এখন তাদের সব সপ্ন ঐ সন্তানকে নিয়েই।
তার নাম রাখেন,
মারুফ।

No comments:
Post a Comment